নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ত্রয়ী

২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০০





মানুষ চলে যায় কয়েক ভাবে। জীবন থেকে চলে যায়, নিজের থেকেও মানুষ মুক্তি পায়, আবার ধরণী থেকেও চিরবিদায় নেয়। তবে যেখান থেকেই যাক, মানুষে অস্তীত্ব থেকে যায়। তাছাড়া, এ বিশ্বের কোন কিছুই হারিয়ে যায় না, রুপান্তর হয় মাত্র। সেভাবে দেখলে, কোন মানুষই চিরবিদায় নেয় না। তাঁর অনু পরমানু রুপান্তরিত হয় মাত্র।


----১-------------------------
একটু একটু করে চলে যাওয়া
-------------------------------
আলতো করে
একটু একটু করে
একঘেয়ে অনেক দিন ধরে
আলগাভাবে,
আমাকে মুক্ত করছ।

কিন্তু একটি মুহূর্ত -
স্বস্তি হয়েছিল
হয়ত তুমি আমাকে বেঁধেছ
তুমি আমাকে শৃঙ্খলিত করেছ,
এবং এমনকি পরে তুমি যখন চলে গেলে
তুমি আমাকে চাওনি আর একটুও
তবুও মনে হয়েছিল।

অবশেষে চলে গেলে
দিয়ে গেলে
বন্দিত্ব,
এবং ক্ষত
এবং খালি বিছানা,
যেখান থেকে
এখনও ভেসে আসে
ফেলে যাওয়া সুরভী তোমার।


-----২-------
মুক্তি
--------------

কখনও কখনও
তোমাকে যা করতে হবে
সেটা হল-
বাতাসে কান পেতে
বায়ুর শব্দমালা শুনতে হবে,
আর যা শুনতে পাবে
সেটা একান্তই তোমার জন্য
উচ্চারিত,
সেটিই তোমাকে করতে হবে,
তবেই আত্মার মুক্তি।


-------৩----------------
জীবিত জীবন | স্বর্গীয়তা
-------------------------

মৃত্যুর পর আমার কবিতা পড়ো
এবং সেখানেই আমি থাকব।

এখন আলোর সন্ধান করছি
পবিত্রতম শিখা জ্বেলে
চলে যাওয়ার
পূর্বক্ষণে।

মানব সভ্যতার শ্রেস্ঠ
করুণা ধারার খোজে,
দিয়েছি আত্মা, মন ও প্রাণ।



ছবি: পাশের পার্কে তোলা, ছোট্ট ঝড়না।

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: মানুষ চলে যায়।
রেখে যায় স্মৃতির মালা....

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৪

কালো যাদুকর বলেছেন: শায়মাাপা
মানুষ বড় আজব,
চলে যেতে হবে, তবু কত বেঁচে থাকার আশা।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২১

মিরোরডডল বলেছেন:




কেমন আছে যাদুকর?
বিষাদের লেখাগুলো ভালো লেগেছে।
যে কোন বিদায় কষ্টের।


আমি চলে গেলে
খুঁজো না কখনও আমাকে
কোন কবিতায় কোন গানে

শুধু মনে রেখো
তোমার কল্পজগতে


৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৯

কালো যাদুকর বলেছেন: ভাল মন্দ মিলিয়ে আমাদের জীবন যাপন।
যাদুকর ভালই আছে।

এত শুধুই কবিতা, হুমায়ূন স্যারের ভাষায় "দুঃখ বিলাস"।
যদিও কবিতাতে অনুভুতি প্রকাশ সাধারণ ব্যাপার॥ হয়ত এই মাধ্যমেই গভীর ভাব প্রকাশ সম্ভব।
তবুও আমি শখ করেই লিখি।

আপনাকে অনেক ধন্যবাদ কিছু কাইন্ড ওয়াডস লিখার জন্য।

আপনার ছন্দ বেশ মিলিয়ে লিখেছেন।
কবিতা লিখুন।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সিলেটে এসে বাতাসে কান পেতেছি।

অনেক কিছু শোনা যায়।

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৩

কালো যাদুকর বলেছেন: সবাই কান পাতে না। আপনি অন্তত শুনতে চেষ্টা করছেন। নিজের ভেতরের কথা যারা শুনতে পায় ও শোনে, ওরাই সুখী মনে হয়।
মন্তব্যে অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ চলে যাবেই নিয়মের আবর্তে।

তবু স্মৃতি রেখে যায়, কেউ কেউ কর্মে বেঁচে থাকে।

০১ লা মে, ২০২৩ দুপুর ১২:১২

কালো যাদুকর বলেছেন: কর্মে বেচেঁ থাকা মানুষ খুবই কম। ধন্যবাদ পড়ার জন্য।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাইকে জীবন থেকে চলে যেতে হয়।

০১ লা মে, ২০২৩ দুপুর ১২:১৪

কালো যাদুকর বলেছেন: এটিই একশত ভাগ ঠিক। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৩

শাওন আহমাদ বলেছেন: মানুষ চলে যায়, কারণে-অকারণে চলে যায়। মানুষ চলে যায় রেখে যায় স্মৃতিমালা।

০১ লা মে, ২০২৩ দুপুর ১২:১৪

কালো যাদুকর বলেছেন: ঠিক। অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০১ লা মে, ২০২৩ দুপুর ১২:১৫

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ রাজীব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.