নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অস্থান

০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৪



এখানে নেই অন্ধকার ,
এখানে নেই বিষাদ ও আঁধার,
বনলতার আনন্দে মুখরিত রাতের পাহাড়।

সাত রংয়ের জলধারা, নেচে গেয়ে নামে পৃথুলায়,
ভুমি নিনাদ গায়, প্রচন্ড গর্জনে ও ভালবাসায়,
যৌবনের জোয়ারে ভেসে যাওয়া মুখরিত সন্ধ্যায়,
তোমাকে কি কাছে চাওয়া খুব বেশী অন্যায়।

টুকরো, টুকরো ধুলোর সমান অসংখ্য আবেগ,
ভেসে বেড়ায় যেন সবুজ নীল লাল জলরেণুর পরাগ।
বাতাসে কান পেতে শুনি পরিচিত সংগীতের অন্তরা,
এ যেন ঠিক সাত রংয়ে সাজানো জলধারা।

এখানে নেই অন্ধকার ,
এখানে নেই বিষাদ ও আঁধার,
এখানে আছে হারানো স্বপ্নরা,
এখানে আছে রাতের পর রাত জেগে পার করার স্মৃতি,
এখানে আছে দুঃখ বা যন্ত্রনার সমাপ্তি।



ছবি ক্রেডিট: জৈনকা ফটোগ্রাফার।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ইতিবাচক কবিতা। ভালো হয়েছে।

০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:৩৯

কালো যাদুকর বলেছেন: ইতিবাচক কিনা জানি না। তবে "তলে তলে" নেতিবাচক অর্থ ও থাকতে পারে। ;)

২| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১০

রোকসানা লেইস বলেছেন: নায়েগ্রা জলপ্রপাতের পাশে বিষাদ থাকে না আনন্দ থাকে ভালোলাগল

০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:৪০

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। আপনি তো টরন্টো গিয়েছিলেন। এখানে ঘুরে গেছেন?

৩| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০১

শায়মা বলেছেন: ভাইয়া এই সাত রঙ জলধারা কই পেলে?

কবিতা পড়ে মনে হলো সব আছে তবুও কিছুই নাই।

০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:৪৫

কালো যাদুকর বলেছেন: আপনার রকমারি সরবতের মতই নায়াগ্রা জলপ্রপাতের রং পাল্টায়।
না না কি বলেন,কিছু থাকবে না কেন?বেশ মনোরম পরিবেশ ওখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.