নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৩



এর অর্থ মৃত্যু
এর অর্থ পরিবর্তনের আশা
এর অর্থ মতামতের পার্থক্য
এর অর্থ জাতীয়তার পার্থক্য
এর অর্থ ন্যায্যতার জন্য লড়াই
মানে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করা।


এটা যখন গাজায় ঘটে
এটা যুদ্ধ না
এটা ন্যায়বিচার নয়
এটা মানবতা ছাড়া যে কোন কিছু।


......
আজকাল আর টিভি বা ফোনে খবর দেখি না।শুধু মন খারাপ করে লাভ কি।
আজকাল তাই মনে হয় পৃথিবীতে অন্ধরা ভালই আছে।কবিতাটি অন্য প্লাটফর্ম ও প্রকাশ করেছি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: আমরা যুদ্ধ করে কিন্তু একটা দেশ পেয়েছি।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০৭

কালো যাদুকর বলেছেন: ঠিক। এই কথাা প্রথম অংশে বলেছি।

তবে গাজা তে যুদ্ধহচ্ছে না। জেনোসাইট হচ্ছে।

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৪

কামাল১৮ বলেছেন: অধিকার আদায়ের লড়াই সমর্থন করি।ধর্মের জন্য লড়াই ঘৃণা করি।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৯

কালো যাদুকর বলেছেন: ইসরাইল দেশটাই ধর্মের উপরে প্রতিষ্ঠিত। আর ফিলিস্তিনের মানুষ সারাজীবন ধরে নিজেদের ভিটা মাটিতেই অত্যাচারিত হল।এখানে যারা ধর্মের নামে যা করেছে, মিডিয়া না বললেও সবাই সেটি জানে।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩০

শেরজা তপন বলেছেন: অন্ধের সাথে কালা হলে আরো ভাল হয়ে, ওরাই শুধু টেনশন ফ্রি

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৫

কালো যাদুকর বলেছেন: এতদিন তাই জানতাম। বোবা কালার শত্রু নাই। তবে ফিলিস্তিনি বোবা কলা বিশেষ করে বাচ্চা হলে ও আজকাল রক্ষা নাই। কপালে মউত আছে।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গাজায় যা হচ্ছে তা আসলে এক প্রকার গণহত্যা ছাড়া আর কিছুই নয়। শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে। কাউকেই বাদ দিচ্ছে না।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

কালো যাদুকর বলেছেন: শুনেছি কয়েকহাজার শিশু মারা গেছে। এরা নিষ্পাপ।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তবে গাজা তে যুদ্ধহচ্ছে না। জেনোসাইট হচ্ছে।

হামাসকে ধ্বংস করতে হবে। আর এই কাজ পারবে আমেরিকা।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

কালো যাদুকর বলেছেন: হিরোশিমআয় অ্যাটম বোমা ফেলে আমেরিকা দ্বিতীয মহাযুদ্ধ বন্ধ করে ছিল। আমেরিকা চাইলে এই কনফ্লিক্ট ওবন্ধ করতে পারত। গত ৭০বছরধরে করে নাই।এখন ও করবে মনে হয়?

৬| ১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: "তবে গাজা তে যুদ্ধ হচ্ছে না। জেনোসাইড হচ্ছে।" - ঠিক বলেছেন (প্রতিমন্তব্যে)।

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

কালো যাদুকর বলেছেন: এ ব্যাপারে আপনার মন্তব্য গুরুত্বপূন্য। জেনোসাইট তো অবশ্যই।

৭| ২২ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৯

মিরোরডডল বলেছেন:




এটা মানবতা ছাড়া যে কোন কিছু।

অমানবিকতার চরম দৃষ্টান্ত!


আজকাল আর টিভি বা ফোনে খবর দেখি না।শুধু মন খারাপ করে লাভ কি।

সেইম হিয়ার, আপডেট রাখি কিন্তু বিস্তারিত আর দেখিনা।


প্রায় একমাস, যাদুকরের নতুন লেখা নেই।


২২ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ । একটু ব্যাস্ত সময় যাচ্ছে, বছরেরে শেষের নানা কাজ।
এর মধ্যে নানা সামাজিক কাজেও ব্যস্ত।
নতুন লেখা নিয়ে আসছি শীঘ্রই। ভাল থাকবেন।

৮| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যুদ্ধ চাই না আর
শান্তি চাই
সুন্দর কবিতা

২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

কালো যাদুকর বলেছেন: যুদ্ধ কোথায়, জেনোসাই হচ্ছে। সিস ফায়ার চুক্তি হয়েছে,দেখা যাক এগুলো বন্ধ হয় নাকি।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.