| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনদিন রাত ১১ টা বাজে কি মনে করে ফেস বুকে একটা বড় পোস্ট দেয়া , বা ব্লগে এসে একটা কিছু লেখা যতটা সহজ মনে হতে পারে, বই প্রকাশের ব্যাপারটা আসলে ততটাই জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। বই মনের ভাব প্রকাশের একটি প্রাচীন মাধ্যম । অতি আধুনিক যুগে, যেখানে আঙ্গুলের খোঁচাতেই বিস্তারিত সব কিছু জানা যায়, সেখানে বইয়ের দরকার কি, সে আলোচনাতে গেলে রাত ভোর হবে, কিন্তু যুক্তি তর্ক শেষ হবে না।
তবে অনেক দিন ধরেই একটা প্রয়োজন অনুভব করছিলাম। যদি আমার কবিতা গুলো একসাথে বই হিসেবে ছাপানো যায়। সেখান থেকেই এই প্রচেষ্টা । খুঁজতে খুঁজতে আমার বন্ধু মহলেই একজন প্রকাশক পেয়ে গেলাম। উনি না থাকলে এই জটিল কাজটি এত সহজ হতো না, আর আমি হাল ও ছেড়ে দিয়ে বসে থাকতাম।
লং ষ্টোরি সর্ট - এই ছবিটি আমার প্রথম কতিটার বইয়ের কভার। আশা করছি শীঘ্রই বের হবে "অন্বেষা" থেকে।
বিস্তারিত এই কমেন্টে জানাব। আশা করছি সবাই এক কপি সংগ্রহ করবেন। ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ
২|
০৪ ঠা নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৩
সুম১৪৩২ বলেছেন: কারও নতুন বই আসছে বাজারে — এটা দেখলেই আমার ভালো লাগে।
আপনার বইয়ের জন্য শুভ কামনা রইলো। আশা করি বইটি বাজারে আসার পর আবার সামুতে জানাবেন। ওই পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ
৩|
০৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: দারুন খবর!!!!
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৫
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বইটির জন্য শুভ কামনা রইলো।