নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয় ভালোর ভাল হও,নয়তো মন্দের শিরমনি।

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ।তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সঞ্জয়ওঝা

ভালোবাসি দেশকে,তাই দেশের জন্য কিছু করতে চাই।

সঞ্জয়ওঝা › বিস্তারিত পোস্টঃ

চুল বিষয়ক চুলাচুলি:চুল পড়া নিয়ে যারা মহা চিন্তায় আছেন তাদের জন্য আনলাম চুল পড়া রোধে পাঁচ প্রাকৃতিক উপায় !!;);)

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

চুল পড়া বন্ধে বিউটি পার্লারে চিকিৎসা নেয়ার চেয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার বেশি কার্যকর। কেননা পার্লারে নেয়া চিকিৎসা পদ্ধতি দ্বারা চুল পড়া সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। তবে নিচে দেয়া সহজলভ্য কিছু পরামর্শের মাধ্যমে ঘরে বসে চুল পড়া রোধ করা যায়।







১. হালকা গরম তেল ব্যবহার। যে কোন প্রাকৃতিক তেল যেমন-জলপাই, নারিকেল তেল, কেনোলা তেল (বীজ জাতীয় উপাদান দিয়ে তৈরি) হালকা গরম করে নিন। এরপর তেলের সঙ্গে হালকা পানি মিশিয়ে তালুতে ধীরে ধীরে মেসেজ করুন। একঘণ্টা মাথায় রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।







২. প্রাকৃতিক রস ব্যবহার। চুল পড়া রোধে রসুনের রস, পেয়াজ বা আদার রস মাথার তালুতে মাখুন। রাত্রে তা মাথায় দিয়ে ঘুমিয়ে থাকুন। সকালে ভালভাবে পরিষ্কার করে ফেলুন।







৩. মাথা মেসেজ করা। প্রতিদিন ২ থেকে ৩ মিনিট মাথার তালু মেসেজ করলে তা চুলের ফলিকল সক্রিয় রাখে। এর সঙ্গে ল্যাভেন্ডার বা বাদাম জাতীয় তেল মেখে মাথায় দিলে তালুর ফলিকলের সক্রিয়তা বাড়ে।







৪. এন্টিঅক্সিডেন্টের ব্যবহার। মাথার তালুতে হালকা সবুজ চা প্রয়োগ করে একঘণ্টা পর্যন্ত রাখুন। তারপর পানি দিয়ে চুল কিছুক্ষণ কচলান। সবুজ চাতে প্রচুর এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুল পড়া বন্ধ করে এবং চুলের বৃদ্ধি ঘটায়।







৫. নিয়মিত যোগ ব্যায়াম করুন। মাথার চুল পড়ার মুল কারণ মানসিক চাপ ও দুচিন্তা। যোগব্যয়াম তা দুর করতে পারে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০২

বাবুই পািখ বলেছেন: ভালো তথ্য।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭

সঞ্জয়ওঝা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৩

আহেমদ ইউসুফ বলেছেন: চমৎকার সব টিপস। ধন্যবাদ আপনাকে। আশা করি আপনার টিপস গুলো সবারই কাজে লাগবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯

সঞ্জয়ওঝা বলেছেন: টিপস গুলো সবারই কাজে লাগবে।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১

সঞ্জয়ওঝা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৭

ডা.ব্লগার বলেছেন: অনেক ধন্যবাদ ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০২

সঞ্জয়ওঝা বলেছেন: মোষ্ট ওয়েলকাম।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮

সিলেটি জামান বলেছেন: ডাক্তার বলে আপনি টেনশন করেন এইজন্য চুল পড়ে, আমি বলি আমার চুল পড়ে এইজন্য টেনশন করি /:) /:) আমার সমস্যা কোনটা টেনশন না চুল পড়া B:-)

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৬

রিফাত হোসেন বলেছেন: সিলেটি জামান বলেছেন: ডাক্তার বলে আপনি টেনশন করেন এইজন্য চুল পড়ে, আমি বলি আমার চুল পড়ে এইজন্য টেনশন করি /:) /:) আমার সমস্যা কোনটা টেনশন না চুল পড়া B:-)

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৯

নানাভাই বলেছেন: সঞ্জয়ওঝা @@@আপনের নিজের মাথায় চুল কয়ডা আছে, আগে সেইটা কন!

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১২

নিউ সায়মা বলেছেন: ধন্যবাদ

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৪

টিনটিন` বলেছেন: লিভন হেয়ার প্লান্ট সম্পর্কে কোন আইডিয়া দিতে পারেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৫

সঞ্জয়ওঝা বলেছেন: নো আইডিয়া স্যার জি।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: তেল তো নাই। তেলের অনেক দাম। আপনার পোষ্টের কোনোটাই তো আমি করিনা :|| :|| :||

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১১

পাস্ট পারফেক্ট বলেছেন: চুল পেকে যাচ্ছে। অল্প বয়স - এখনো বিয়া শাদি করি নাই। উপায় কি নাই কোনো?

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৮

লুকার বলেছেন:
আপনি কি এসব জেনে বলেছেন? চুলে তেল দেওয়ার কোন উপকারিতা নাই, বরং ক্ষতিকর উপাদান সমৃদ্ধ বিভিন্ন তেল ও পেঁয়াজ, রসুন, আদা, চা ইত্যাদি দিলে ত্বক জ্বালা-পোড়া করতে পারে, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ হতে পারে। চুল গজানোর কোন কার্যকর ওষুধ আবিষ্কার হয়নি। ডাক্তারের পরামর্শ ছাড়া হাবিজাবি মাথায় দিবেন না, ক্ষতি হয়ে যাবে।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৮

রিফাত হোসেন বলেছেন: লুকার সাহেব.. আমার জানা মতে চুল রোপন করা যায় !

১৪| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১২:০৫

নিলু বলেছেন: শুনেছি তাসমিরি তেল প্রতি রাতে মাথার চাঁদির উপর বসালে চুল পঢ়া কম হয় আবার মাথা ঠাণ্ডা থাকে এবং গভীর ভাবে ঘুম হয় , এক ঘুমে সকাল আর রাতে জাগতে হয়না , ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.