নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কালপুরুষ তবে কাল্পনিক নই; ভারতের সংস্কৃতি প্রসূত এক অদম্য সৈনিক কোনো যোদ্ধা নই; লিখতে ভালবাসি- কবিতা কিন্তু কবি নই;

কালপুরুষ কালপুরুষ

আমি কালপুরুষ তবে কাল্পনিক নই; ভারতের সংস্কৃতি প্রসূত এক অদম্য সৈনিক কোনো যোদ্ধা নই; আমি লিখতে ভালবাসি- কবিতা কিন্তু কবি নই; আমি কালপুরুষ কারো কল্পনা নই।।

কালপুরুষ কালপুরুষ › বিস্তারিত পোস্টঃ

অলীক সুখ

২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৯



রজনীর-
আশ্রিতা তুমি,
নিদ্রার সাথে
তোমার পরবাস।

তোমার
বদ্ধ কুটীরের
শান্ত কবাটে
কেউ ক্রমাগত
পদাঘাত করে চলেছে;

তবুও
তুমি নিশ্চুপ;
চোখে মুখে
লেগে তোমার
শান্তির নির্যাস।

ভাবছো,
শক্ত কবাটের
রুদ্ধ কুটীরে
তুমি নিশ্চিন্তে
ঘুমিয়ে থাকবে;
কিন্তু-

যে হায়নার দল
অপেক্ষারত
কুটীর-দ্বারে,
তার কাছে
উন্মুক্তকরণ
স্রেফ সময়ের তফাত।

যখন
তোমার ঘরে
সে প্রবেশ করবে,
তাকে আপ্যায়ন করে
বসাতে ভুলোনা,-

যদি,
তোমার সিঁদ কাটে;
তাহলে সিন্দুক
উজাড় করে দিয়ো,-

পারলে
তার রক্ষিতা হয়ে যেও;
ধংস-স্তুপে
জীবাশ্মের মতো
চিরস্থায়ী
সুখভোগের
আশায়।

এতে
আর যাই হোক
দেশদ্রোহীতার
হাত থেকে
তুমি
মুক্তি পাবে।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৮ শে জুন, ২০১৬ রাত ১০:০৭

কালপুরুষ কালপুরুষ বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৬

কল্লোল পথিক বলেছেন:



দারুন লিখেছেন।

২৮ শে জুন, ২০১৬ রাত ১০:০৯

কালপুরুষ কালপুরুষ বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.