![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কালপুরুষ তবে কাল্পনিক নই; ভারতের সংস্কৃতি প্রসূত এক অদম্য সৈনিক কোনো যোদ্ধা নই; আমি লিখতে ভালবাসি- কবিতা কিন্তু কবি নই; আমি কালপুরুষ কারো কল্পনা নই।।
দিনের শেষ-আলো, গায়ে মেখে,
ক্লান্ত তটে, মলিন মুখে;
এলো শেষকৃত্য বেলা।
নিস্য হাতে, নিস্য হৃদে,
উষ্ণতার শীতল স্পর্শে;
এবার বিদায় দেওয়ার পালা।
নির্লিপ্ত কারো দীর্ঘশ্বাসে,-
স্তব্ধতার গহীন ক্রোড়ে;
তোমার হটাত চলে যাওয়া।
সময়ের হাতে হাতটা রেখে-
আঁধার আলোয় মুচকি হেঁসে;
এলো, সাঁঝের গোধূলী বেলা।।
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
কালপুরুষ কালপুরুষ বলেছেন: পরবর্তী লেখা আরো ভালো করার চেষ্টা থাকবে
মন্তব্যের জন্য ধণ্যবাদ।।
২| ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা ।
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
কালপুরুষ কালপুরুষ বলেছেন: ধণ্যবাদ
৩| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হঠাৎ
লেখা ভালো ছিল থিমটা দুর্বল।
১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
কালপুরুষ কালপুরুষ বলেছেন: থিম দুর্বল মনে হোলো কেনো আপনার ঠিক বুঝলাম না থিম টা তো গোধূলী সময়টার কথা মাথায় রেখে তার সঙ্গে কারোর চলে যাওয়ার মানে মৃত্যূর সম্বন্ধ রেখেছি সেক্ষেত্রে কবিতা দুর্বল হয়েছে বললে বুঝতাম কিন্তু থিম দুর্বল ঠিক বুঝলাম না
যাইহোক মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো লিখাটা... সামনে আরও পড়া হবে আশাকরি...
শুভকামনা...
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫২
কালপুরুষ কালপুরুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ অদৃশ্য, অনেক অনেক শুভেচ্ছা রইলো।
নিশ্চয়ই পড়া হবে আপনাদের ভালবাসা থাকলে অবশ্যই শুনবেন।
আমার নতুন লেখাটা একবার পড়ে দেখুন আশা করি ভালো লাগবে।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !