নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কালপুরুষ তবে কাল্পনিক নই; ভারতের সংস্কৃতি প্রসূত এক অদম্য সৈনিক কোনো যোদ্ধা নই; লিখতে ভালবাসি- কবিতা কিন্তু কবি নই;

কালপুরুষ কালপুরুষ

আমি কালপুরুষ তবে কাল্পনিক নই; ভারতের সংস্কৃতি প্রসূত এক অদম্য সৈনিক কোনো যোদ্ধা নই; আমি লিখতে ভালবাসি- কবিতা কিন্তু কবি নই; আমি কালপুরুষ কারো কল্পনা নই।।

কালপুরুষ কালপুরুষ › বিস্তারিত পোস্টঃ

সাদা ধূপকাঠি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪



ধূমপান করা স্বাস্থের পক্ষে ক্ষতিকারক
ধূমপান ক্যানসারের কারণ।।

এই ট্যাগ লাইনটা আমরা সকলেই জানি কিন্তু মানামানিটা ব্যক্তিগত। এই নিয়ে বেশি বকরবকর করবনা। আসল কথা হোলো ধূমপান আমার ভালো লাগে আর যাঁরা আমার মতন এইটাকে ভালবাসেন তাঁদের জন্য একটি ছোট্ট কবিতা। রবিবারের সকালে এক কাপ গরম চায়ের ☕ সাথে আসা করি খারাপ লাগবে না।

সাদা ধূপকাঠি

দুইটি ওষ্ঠে আলতো করে চেপে ,
ভালবাসার স্ফুলিঙ্গ দিলাম সম্মূখে ঢেলে ;
এতটুকু আগুনের স্পর্শে আবারো উঠলে জেগে-
হয়তবা, এই মূহূর্তেরি অপেক্ষাতে ছিলে ।।

প্রতিটি স্পর্শে আমার, থাকে জীবনের মানে;
শেষবেলা সবাইতো স্রেফ ধোঁয়া হয়ে যাবে।
চুম্বনে চুম্বনে, শুধু ভালবাসি তাকে;
যখন অঙ্গুলিফাঁকে, সাদা ধূপকাঠি জ্বলে ।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা হা .........

সাদা মরণকাঠি।

আগুনের স্পর্শে আবারো উঠলে জেগে, ভালবাসার মরণ ভালো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০২

কালপুরুষ কালপুরুষ বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে এলেন বিজন রয়। ভালো আছেন তো।
কি আর করা যাবে বলেন প্রেম তো অন্ধ।তাইনা

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

বিজন রয় বলেছেন: আপাতত ভাল আছি। আবার কখন খারাপ সময় আসবে জানিনা।

তবে ব্যথায় জ্বলতে খারাপ লাগে না!!

হা হা হা .........ধন্যবাদ আন্তরিকতার জন্য।
আবার কথা হবে। ভাল থাকুন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

কালপুরুষ কালপুরুষ বলেছেন: নিশ্চয় কথা হবে
আপনিও ভালো থাকবেন
ধন্যবাদ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

বোরহাান বলেছেন: মায়াবতী তুমি আমার নিকোটিনের সাদা ধুপকাঠি হবে? আমি আমার পুড়ে যাওয়া ফুসফুসে তোমায় জায়গা করে দেবো ♥

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

কালপুরুষ কালপুরুষ বলেছেন: আমার পাতায় স্বাগতম।

পুড়ে যাওয়া ফুসফুসে কেউ জায়গা পেলেও আসেনা ভায়া, করুণা দেখায় কামনা নয়। তাই ফুসফুস যে অবস্থাতেই থাকুক প্রেসেন্টেসনটা চকচকে চাই।
বেদনা নয় শুধু ভালবাসা
মায়াবতী সেতো সকল নিকোটিনের পরিণতি আসা

শুভেচ্ছা নেবেন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

সুমন কর বলেছেন: ভালোই হয়েছে।

☕ এটাও সুন্দর, নিয়ে গেলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

কালপুরুষ কালপুরুষ বলেছেন: ওইটা তো আপনাদের জন্যেই সঙ্গে কাউন্টার যদি অভ্যাস থাকে।
ধন্যবাদ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১১

গোলাম মোস্তফা মিয়া বলেছেন: একটি নেশা ত্যাগ করা এতো সহজ নয়, তার জন্য চাই বিকল্প আরেকটি পজিটিভ নেশা। আমাদের কাছে এমন একটি ব্যাবস্থা আছে জানতে ভিজিট করুন http://www.webnestbd.com/

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

কালপুরুষ কালপুরুষ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ গোলাম ভাই
কিন্তু আপনাকে কে বললো আমি নেশা ছাড়তে চাইছি। এইটা তো ভালবাসা; অন্ধ এই যা

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো ছিল। সাথে চা ছিল না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

কালপুরুষ কালপুরুষ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই
চা রেখেছিলাম তো এক কাপ শেষ হয়ে গেছে বুঝি
এই নেন গরমা গরম আর এক কাপ ☕
সঙ্গে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.