![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি ভালবাসার কবিতা লিখতে চেয়েছিলাম- অথচ কলম হতে ঝরে পড়ে অনল।
আসুন গ্লাসে গ্লাসে পান করি মৃত্যু
এই উৎসবের কালে যারা যেতে চায়, যাক
আমরা এসো পান করি মৃত্যু
নরোম শীতল জ্যোৎস্না ধোঁয়া মৃত্যু
সাদা নীল ঘাস পায়ে কুয়াশার পথে
যারা বসে থাকে, থাক
আমাদের উজ্জ্বল নগ্ন গ্লাস লাল বরফে পূর্ণ হোক
আমরা কোন সৎকার চাই না
যার নদী প্রিয়তা প্রবল ছিল
সে তো ভেসেই যাবে জলে
যে ছেলেটা শৈশবে পিকাসো হতে চেয়েছিলো
তার মুণ্ডহীন লাশ ছবি হয়ে ঝুলে থাক শহরের ঝুঁকিপূর্ণ দেয়ালে
আমরা কোন প্রার্থনা চাই না
যারা সৎকার চায় স্বাভাবিক
সুষ্ঠ বিচারের কথা যারা বলে; মহামান্য ধর্মাবতার-
তাদের অশ্লীল জিভ পরিমিত টুকরো করে ছড়িয়ে দেবো আপনার বিদেশী ক্যাকটাসে
ওরা সভ্য সতেজ হয়ে উঠবে
এই দুর্দশার কালে যারা যেতে চায়, যাক
আমরা আসুন পান করি মৃত্যু
সহজ মহৎ মাতাল আশ্চর্য মৃত্যু
প্রভু, আপনিও পান করুন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১
কালপুরুষ পোয়েট্রি বলেছেন: ধন্যবাদ। সকল মৃত্যু মহৎ হোক।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১
মেহেদী আনডিফাইন্ড বলেছেন: যার নদী প্রিয়তা প্রবল ছিল
সে তো ভেসেই যাবে জলে
যে ছেলেটা শৈশবে পিকাসো হতে চেয়েছিলো
তার মুণ্ডহীন লাশ ছবি হয়ে ঝুলে থাক শহরের ঝুঁকিপূর্ণ দেয়ালে--- অসাধারণ
মৃত্যুর আদলে পান করলাম মহৎ কবিতা
কবি, আপনিও পান করুন
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
এনামুল রেজা বলেছেন: হতেই হবে। নো ওয়ে..
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো ।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
নীল বনসাই বলেছেন: আপনার কবিতা গুলো পড়ে ভাল লাগলো।
আরো লিখুন এই কামনায়।
৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬
রুদ্র জাহেদ বলেছেন: আমরা আসুন পান করি মৃত্যু
সহজ মহৎ মাতাল আশ্চর্য মৃত্যু
প্রভু, আপনিও পান করুন
...আসুন গ্লাসে গ্লাসে পান করি মৃত্যু...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১
এনামুল রেজা বলেছেন: আমরা আসুন পান করি মৃত্যু

সহজ মহৎ মাতাল আশ্চর্য মৃত্যু..
মৃত্যুর মতই মহৎ কবিতা। কবির জন্য শুভকামনা।