![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি ভালবাসার কবিতা লিখতে চেয়েছিলাম- অথচ কলম হতে ঝরে পড়ে অনল।
চুমু খাওয়ার জন্য দেয়ালের ঈশ্বরকে সরানোর
প্রয়োজন নেই
এমনকি যদি সে হয় বিশ্বস্ত বন্ধুর প্রেমিকা—
চুমু খাও তাকেই
ঠোঁট, কপাল, চিবুক হলে ভালো
কিংবা দেয়া যেতে পারে বুকে;
যদি জানালায় ঢোকে চাঁদের আলো
যদি সে কেঁদে ওঠে দুখে—
সান্ত্বনা দেবে? কী প্রয়োজন? গোল্ড লিফ দাও মুখে;
তাকে কাঁদতে দাও। সে কাঁদুক মহাসুখে
চুমু খাওয়ার জন্য দেয়ালের শয়তানকে সরানোর
প্রয়োজন নেই
এমনকি যদি সে হয় বিশ্বস্ত প্রেমিকের বন্ধু—
চুমু খাও তাকেই
২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২২
রুদ্র জাহেদ বলেছেন: চুমু খাওয়ার জন্য দেয়ালের শয়তানকে সরানোর
প্রয়োজন নেই
এমনকি যদি সে হয় বিশ্বস্ত প্রেমিকের বন্ধু—
চুমু খাও তাকেই
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ!
একটা অংশ কপি করে ফেবুতে স্ট্যাটাস দিলাম। অসুবিধা নেই তো? অবশ্যই আপনার নাম উল্লেখ থাকবে
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭
কালপুরুষ পোয়েট্রি বলেছেন: না। নির্দ্বিধায় দিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
এনামুল রেজা বলেছেন: ধিংকাচিকা এবং গাম্ভির্য্য, দুটোই একসাথে ধারণ করেছে কবিতাটি, কবির জন্য শুভকামনা...