![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি ভালবাসার কবিতা লিখতে চেয়েছিলাম- অথচ কলম হতে ঝরে পড়ে অনল।
১৩ লক্ষ বছর কেটে গেছে
তোমাকে একবারও মনে পড়েনি আমার
কেবল একবার শীতকালে "বসন্তে দেখা হবে" নামে একটি কবিতা লিখেছিলাম
উৎসর্গে লিখেছিলাম— "রুষা, অন্তত একবার সঙ্গম চাই"
একবার হেমন্তে--
তোমাকে আর দেখতে পাবো না জেনে চোখকে অন্ধ হতে প্রার্থনা করেছিলাম
আর এক শরতের বিষণ্ণ রবিবারে ঈশ্বরকে বলেছিলাম—
অমরত্ম নয় আমি কেবল তোমাকে চাই
কবিতা নয় আমি কেবল তোমাকে চাই
আর বাকি ঋতু গুলো তোমার না দেয়া একটি চুমুর শোকে
আমি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম
১৩ লক্ষ আলোকবর্ষ কেটে যাবে আরও
তবু তোমাকে একবারও মনে পড়বে না আমার
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৫
রুদ্র জাহেদ বলেছেন: একবার হেমন্তে--
তোমাকে আর দেখতে পাবো না জেনে
চোখকে অন্ধ হতে প্রার্থনা করেছিলাম
আর এক শরতের বিষণ্ণ রবিবারে ঈশ্বরকে
বলেছিলাম—
অমরত্ম নয় আমি কেবল তোমাকে চাই
কবিতা নয় আমি কেবল তোমাকে চাই