![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি ভালবাসার কবিতা লিখতে চেয়েছিলাম- অথচ কলম হতে ঝরে পড়ে অনল।
এসো, ধর্ষণ করো আমায়
তোমাকে ধরেছি পেটে, তোমাকে ডেকেছি ভাই;
তোমাকে বেসেছি ভালো-- তুমি আছো-- আর কেহ নাই;
আজ তবু পিতা, বিশ্বাস রাখা দায়
এসো, ধর্ষণ করো আমায়
করো তীব্র, আরো তীব্রভাবে;
যেন আমার অসহযোগিতার অভাবে
তোমার পৌরষ আঘাত না পায়
এসো, ধর্ষণ করো আমায়
সৌর্য শেষ? আরো আনন্দ চাই?
আঘাত করো হাত কাটো পা কাটো
গলা কেটে পৃথক কোরে রাখো
তোমার পায়ের কাছে-- দ্যাখো, আর চিৎকার নাই;
কে? কে বিচার চায়? কেউ চায়!
মিছিল হচ্ছে? আলোর যাত্রা? কেউ সত্য নয়?
ভাববেন না। থেমে যাবে কাল। যেতে হয়;
একে নারী উপরন্তু মৃতা-- কে রাখে মনে চিরকাল?
মা কাঁদছে? বাবা কাঁদছে?
বুঝি খুব কানে লাগছে?
বিশ হাজার দিন। টাকার যা দাম আজকাল!
খুব যাবো জিতে
জমিও দেবেন! দয়া আপনার। বিনিময়ে কী যে পারি দিতে--
—
ভেবে লজ্জায় আমার শুয়ে থাকা দায়
আসুন রাষ্ট্র, কবর হতে তুলে আবার ধর্ষণ করুন আমায়
রাষ্ট্র ।। কালপুরুষ
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭
কালপুরুষ পোয়েট্রি বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
হাসান মাহবুব বলেছেন: বিভৎস সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: এসো, ধর্ষণ করো আমায়
তোমাকে ধরেছি পেটে, তোমাকে ডেকেছি ভাই;
তোমাকে বেসেছি ভালো-- তুমি আছো-- আর কেহ নাই;
আজ তবু পিতা, বিশ্বাস রাখা দায়
দারুন কবিতা।
++++