নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

♥♥♥♥♥প্রেমিকার অশ্রু

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০


শ্রেয়সী,,
তোমার একফোটা অশ্রু দিবে আমায়!

যাই হোক,
আনন্দের কিংবা দুঃখের,

আমি দেখবো,
প্রেমিকার অশ্রু ফোটা কেমন হয়,
আমি দেখবো,
অশ্রুতে নাকি রক্ত কণিকা থাকে।
আমি দেখবো,
সে অশ্রুতে থাকা ভালোবাসা।
শ্রেয়সী,
সেই অশ্রু ফোটায় কি আমার
অন্ত্যেষ্টিক্রিয়া হবে??

আমি চাই সেই অশ্রু ফোটায়
আমার অন্ত্যেষ্টিক্রিয়া হোক।

প্রেমিকার অশ্রু ফোটায়
কবির অন্ত্যেষ্টিক্রিয়া।
শ্রেয়সী ,
আমি ভালোবেসে একটা চুমো চায়,
আমি হারাবো সৃষ্টিতে,
তোমার চুমো নিয়ে।

আমি মরবো তোমার চুমো নিয়ে।
আমি আবারো চুমো চাই,
তোমার অজস্র চুমোই
আমি জেগে উঠবো,
আমি জেগে উঠবো
হৃদয়ে তোমার ভালোবাসায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.