নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

অভিনয়,,,,,,

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮


কিকি অস্বীকার করবে তুমি?

কবিতার খাতা,
নির্জনতম ছাদ,

দুজনের কথোপকথন,
বাদামের খোঁজখবর,

সিনেমার হলঘর,
যাত্রীছাউনীতে বসে কাটিয়ে দেয়া
রাত,

নির্জনতম আলাপে মধুময়
তোমার কামিজ খোলার সংবাদ,
দুজন-দুজনাতে হারিয়ে যাওয়া।

জীবনে কত কি আসলো,
আরো কত কি আসবে,
সবইতো আমাদের সংসার।

এসব ফেরাবো কি করে?
যদিও ফেরায়,
তুমি আসবে কি ফিরে!

নাকি মিছে করে যাবে
ভুলে থাকার অভিনয়।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.