![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
সবাই মসজিদে গেল,
আমি দাঁড়িয়ে থাকলাম।
ওরা মন্দির থেকে প্রার্থনা শেষে বের হলো,
আমি তাকিয়ে থাকলাম।
ঈশ্বর কি তাহলে গির্জায়!
জানতে ইচ্ছে হলো।
আমি ক্যায়াং এ গেলাম,
সবাই ধ্যানমগ্ন।
তারা ঈশ্বরকে চায়না,
তারা মুক্তি চায়।
আমি দেখে চলে এলাম।
মানতীর কাছে গেলাম,
সে লজ্জিত হলো
হে ঈশ্বর তুমি আমায় না জানিয়ে চলে এলে!
আমি যে অশুচি।
আমি বললাম,
মা আমি তোকে দেখতে এসেছি
পিতার কাছে সন্তান কখনো অশুচি হয়না।
আমি ক্ষুধার্ত ছিলাম,
আমি গেলাম সেই বস্তিতে।
একি!
খাবারের জন্য খুন!
বুড়োটা কি ক্ষুধায় কুঁকড়ে রয়েছে?
উফফ,,আমি আর পারছিনা।
আমি ফিরে গেলাম প্রেমিকার কাছে
আমি সঙ্গম চায়,
আমি চুমো চায় আবারো।
এবার ঈশ্বর জন্ম দাও---
যে দুর্নীতিবাজ মন্ত্রী,আমলা
কিংবা সমাজপতি তাদের মেরে
আমার ক্ষুধার্ত সন্তানদের খাবার জোগাবে,
সে ক্ষুধার্তের ঈশ্বর হবে।।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি শিশু আমাদের রিজার্ভের ২৯ বিলিয়ন ডলার থেকে থাকা, খাওয়া ও পড়ার ভাগ পাওয়ার মালিক। কবিতা তেমন ভালো হয়নি।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৩
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাইকে,,আপনার মন্তব্য আমাকে ভালোভাবে লেখার প্রতি অনুপ্রেরণা জোগাবে,,
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪১
গিলগামেশের দরবার বলেছেন: সে ক্ষুধার্তের ঈশ্বর হবে।। কথাটা দাগ কাটল।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৩
কালসৃষ্টি বলেছেন: ওরকম অনেক দাগ আছে,, কলজে টাতে দাদা,,,
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৩
সম্রাট৯০ বলেছেন: যারা ক্ষুধার্ত শিশু শুকনো হাত এড়াতে গাড়ির কালো গ্লাস তুলে দেয় তাদের চোখে কালো ছানি কেন পড়েনা ?
যারা ছেড়া কাপড়ের মানুষ দেখে গলার টাই টেনে ঠিক করে তাদের গলায় সেটা ফাঁশ কেন লাগেনা ?
যারা বৃদ্ধের কুচকানো চামড়ায় হাত বুলায়না তাদের চামড়ায় ঠোসা কেন পড়েনা?
এতসব হাহাকারের মাঝে যারা হা হা করে হাসে তারা কেন চিরতরে স্তব্ধ হয়ে যায়না?