নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

----------ঘুমন্ত ঈশ্বর,,,

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩


ঈশ্বরকে বললাম,
আমি পতিতালয়ে যাচ্ছি,
আমি গেলাম
ঈশ্বর ও ছিল আমার সাথে।

ঐখানে ছিল সমাজপতি,নামীদামী ব্যক্তিত্ব
ছিল ঈশ্বরও,
মানতীর ঘরের দরজা বন্ধ করলো সমাজপতিরা,
ঈশ্বর চেয়ে দেখলো।
শিশুটি ধর্ষিত হচ্ছে,চিৎকার করলো শিশুটি
ঈশ্বর ও ছিলো,
উল্লাসিত ধর্ষকেরা,আনন্দ করলো,
ঈশ্বর নির্বাক শুধু চেয়ে দেখলো।

আমার সন্তানরা ক্ষুধার্ত,
ডাস্টবিনে খাবার কুঁড়িয়ে খাচ্ছে
কুকুরটি ছিনিয়ে নিল সে খাবার,
ফুঁফিয়ে কাঁদলো সে,
ঈশ্বর তখনও চেয়ে দেখলো।

খুশি সমাজপতি,মন্ত্রী/আমলারা,
উন্নয়নের টাকা নিয়ে
তাদের খাটে বিঁছিয়ে আরামে ঘুমালো,
ঈশ্বরও ঘুমালো তাদের সাথে
শীতাতপ নিয়ন্ত্রিত রুমে।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

ডঃ এম এ আলী বলেছেন:



ঈশ্বর যেখানেই থাকেন
তিনি পবিত্রই থাকেন
যদিও সাথে থেকে
দেখেন ও শুনেন।
মুত্রভরা পাত্রের
দিকে তাকালে
দেখা যায় নীজ
মুখখানী কিন্তু
তা হয়না কভু
অমলিন ।

শুভেচ্ছা রইল।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

আহমেদ জী এস বলেছেন: কালসৃষ্টি ,



হয়তো অনেক ক্ষেদ থেকে লিখেছেন । সম্ভবতঃ এটা ঈশ্বরে অবিশ্বাস নয়, অভিমান !
ভালো লাগলো ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৬

কালসৃষ্টি বলেছেন: ক্ষেদ তো অবশ্যই দাদা,,,মুসলমান ভাইয়েরা কোরবানি দেই সবাই কম-বেশী গরীব দের দান করে,,চামড়া বিক্রির টাকাটা ও গরীবদের জন্য ধার্য,,,আজ সেই চামড়া বিক্রি হয়েছে ১০০টাকা ধরে।গরীবরা সবদিকে মরে,ঈশ্বর শুধু চেয়ে দেখে।
শুভেচ্ছা রইল।।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ঈশ্বরের কি দোষ!

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

হাফিজ বিন শামসী বলেছেন:
ঈশ্বর নির্দিষ্ট সময়ের জন্য আমাকে আপনাকে ভাল মন্দ দুটিই করার ক্ষমতা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.