নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

মদ ও একটি রাত

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯


খুব মনে পড়ছে আপনাকে
শ্যামা দি।
শরৎ এর কোন পূর্ণিমা রাত ছিল সেদিন,
একসাথে শোবো তাই ঘর ছেড়েছি আমরা।

আমরা জানতে চেয়েছি,
যুবক -যুবতী একসাথে ঘুমালে কিছু হয় কিনা।
সে রাতে আমরা মেতেছিলাম আমাদের
প্রেমিকাদের গল্পে।

চলুন পান করি,এক প্যাগ শ্যাম্পেইন।
পৃথিবীটা এমনি,
কবিরা মরে যায়,বেঁচে থাকে প্রেমিকারা।

আমি মনে করি মদ সত্য পানীয়
যা পান করে মানুষ মিথ্যে বলতে পারেনা।
বিষাদের কবিতা লিখে কবিরা মরে যেতে পারে
আমার বিশ্বাস হয়না।
বরং তাদের মরা উচিৎ যারা মৃত্যুর আগে
নিজে মরে।

শ্যামা দি আমরা না হয় সেই
সঙ্গমপ্রিয় নারীর কথা বলি,
যে কিনা দৈনিক এগারো বার সঙ্গম
প্রত্যাশা করে।
যে তার অন্তর্বাস কে ঝুলিয়ে দিয়ে আসে
সঙ্গমপ্রিয় পুরুষের দেওয়ালে।
যে কিনা ধর্ষণ কারী পুরুষের কবর রচনা করে
তার স্তনের মাঝে।
কারন সেও একজন ধর্ষিতা।
আমরা ও তাই চাই,
ধ্বংস হোক ধর্ষণকারী।

চলুন আরেক প্যাগ চালিয়ে দিই,
আহা-নেশা!
শ্যামা দি আপনার বুকে টিপটিপ শব্দে
আমি শুনতে পায় ভায়োলিনের করুণ সুর,
আপনিও কি তদ্রূপ শুনতে পান?
ভেবে নিই আমরা চিরসুখী
আমাদের হাতে নেরুদার কবিতার বই,
আমরা প্রেম না পাওয়ার দুঃখে আত্মহত্যা
করিনা।
তাদের প্রতি আমার বড্ড মায়া হয়
শ্যামা দি,
যারা আপনার বুকের দিকে চেয়ে
হস্তমৈথুন করে।
ব্রোথেলের ধর্মযাজক যিনি ঈশ্বরের
বিশ্বাসে নারীর স্তনে শান্তি খুঁজে।
নিহিলিজম-অস্তিত্ববাদ
ঈশ্বর আমাদের বুকে ঘুমিয়ে থাক।

আরেক প্যাগ চলুক না শ্যামা দি,
এক টুকরো বরফ হলে মন্দ হয়না।
আপনার পারফিউম এর গন্ধ
এখনো নাখে লেগে আছে,
আপনার ও রাগ করবেনা তো!?
আমরা তো একসাথে শুয়েছি মাত্র!

চলুন রাষ্ট্রের মাথায় এক প্যাগ মদ
ঢেলে দিই,
সব সত্য বেরিয়ে আসুক,
উন্নয়নের নামে দুর্নীতিতে যারা সবাই
ধরা পড়ে যাক।
আর প্রজাতন্ত্রের রাজস্ব ভরে যাক
রাষ্ট্র এগিয়ে যাক নতুন দিগন্তে।
আহা!-শ্যাম্পেইন
সব সত্য বুঝি তোমার ভেতর।

মৃত কবিদের নিয়ে তর্ক-!
মন্দ না,
যারা মরেও অমর থেকে গেছে
যারা ভবিষ্যৎ বলেছে বিষাদের মাঝে।

ভোর হয়েছে শ্যামা দি,
চলুন আমরা ফিরে যায়।
আর প্রতিজ্ঞা করুন,
আমি মরলে
আপনার পারফিউমটা আরেকবার
ঢেলে দিবেন আমার কফিনে।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মনে হল সমরেশ মজুমদারের কোন গল্পের কাব্য রূপ পড়লাম। চমৎকার লেগেছে আমার কাছে।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮

কালসৃষ্টি বলেছেন: শুভকামনা রইল।।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

অনর্থদর্শী বলেছেন: চমৎকার তো বটেই। এরই সাথে কবিতাটি অনেকগুলো প্রশ্ন রেখে যায় এই সভ্য সমাজের নিয়ম নীতি, Ethics-এর ব্যাপারে। এর উত্তরগুলোও হয় তো খুবই সোজা, শুধু খুঁজতে হবে।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

কালসৃষ্টি বলেছেন: খুবই সহজ উত্তর,,,খুঁজে নিতে হবে।
শুভেচ্ছা ও শুভকামনা রইল,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.