নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

♦♦♦♦জাতিস্মর ♦♦♦♦

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৬


তোমার নামে একটি
শহর ছিল,
ছিল পাহাড়ি ঝর্না,
প্রবাহিতা নদী,
নদী সংলগ্ন জলাধার।

শ্রেয়সী তোমার একটি শহর ছিল,
মনে পড়ে শ্রেয়সী,
সে জন্মে
তুমি আমার কোলে মাথা রেখে
দিনকে করে দিতে রাত
আর রাতের চাঁদ কে ডুবিয়ে দিতে
গভীরতম সমুদ্রে।
সুখতাঁরা টাকে লুকিয়ে রাখতে
তোমার লাল সবুজ অন্তর্বাসে।

তোমার মনে পড়ে শ্রেয়সী,
ভোর হলে সূর্যটাকে হাতে নিয়ে
বলতে,দেখ তোমার জন্য এনেছি
রক্তরাঙা জবা।

কখনো কখনো আমাদের একটি
গভীর চুম্বনে কেটে যেতো অগনিত
রাত,
কখনো এক সঙ্গমে কেটে যেতো
এক সহস্র বছর।

এক শরৎ এর বিকেলে ধর্মাবতার
আমাদের এনে দিল
এক কাপ তরতাজা মৃত্যু
এবং আদেশ করলো,
এখনি পান করো এই মৃত্যু
অতঃপর ডুবে যাও
গভীরতম সমুদ্রে।

শ্রেয়সী তোমার একটি সমুদ্র
যাতে ডুবেছিলাম আমরা দুজন।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা খুব লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.