![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
চলো প্রিয়,
পাহাড়ের দিকে অগ্রসর হই।
যেখানে,লতা-গুল্ন নির্জনতম প্রকৃতি
আকাশের নীলে মিশেছে।
গান পাখিদের দল গানে মুখরিত,
যেন আমাদের অপেক্ষায়।
চলো প্রিয়, মৃত ক্যাকটাস গুলোকে
উপহার দিই একমুঠো রোদ।
এসো প্রকৃতির আত্বার সাথে মিলিয়ে দিই
আমাদের আত্বা।
স্বাধীন বাতাস,বৃক্ষরাজির নির্যাশ আর
লতা-গুল্নের ফুলে মিলিত সত্বা,
তোমার অনন্ত চুমো,গভীরতম আলিঙ্গন
আর তোমার চোখে ঘুমিয়ে যাওয়া।
চলো প্রিয়,
আমরা এবার মৃত্যুর দিকে অগ্রসর হই,
এই সবুজ বৃক্ষরাজি
আর লতা-গুল্নের ফুলে
আমরা মৃত্যুকে বরণ করি।
আমি তোমার চোখে,
তুমি আমার চোখে
এসো আমরা দুজন-দুজনের চোখে
মৃত্যুবরণ করি।
গান পাখির দল
গেয়ে চলেছে ব্যাধনার সুর
পাহাড়ের গাঁ বেয়ে গড়িয়ে পড়লো
কিঞ্চিৎ জল,
ধীরে-ধীরে শুরু হলো এক
অবিরত ঝর্নাধারা।।
২| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ,শুভকামনা রইল।
৩| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮
নয়ন বিন বাহার বলেছেন: আমি তোমার চোখে,
তুমি আমার চোখে
এসো আমরা দুজন-দুজনের চোখে
মৃত্যুবরণ করি।
এপিক লাইন। ভাল লাগল। এগিয়ে যান কবি...........
৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৩২
কালসৃষ্টি বলেছেন: শুভকামনা রইল বন্ধু,,
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৭ রাত ১:০৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো।