![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
আমি আপন মনে খেলা করি
ধুলোতে দিই গড়াগড়ি,
পুরো পৃথিবী টা আমার খেলনা।
কখনো ঘুরে আসি
ছোট কোন বস্তা হাতে,
পেয়ে যায় হাতের কাছে যা-তা
সবইতো আমার খেলনা।
ক্ষিদে পেয়েছে,
হাত পাতলে পেয়ে যাব
এক টাকা-দু টাকা
খেয়ে আবারও করবো খেলা
ঐ রাস্তার ধারে সারাবেলা।
দিনের শেষে আসবে রাত
চাইনিজের ডাস্টবিনে আছে
আমার জন্য ভাত।
পেটপুরে খেয়ে
ঘুমাবো সারা রাত।
ঠিক এভাবে
পৃথিবীটা আমায় নিয়ে
খেলবে দিনরাত।।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:২৫
কালসৃষ্টি বলেছেন: শূভকামনা রইল দিদিভাই।
২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৭
কালসৃষ্টি বলেছেন: শুভকামনা দিদিভাই,,
৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৭
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ দাদা,
৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:২৪
হাফিজ বিন শামসী বলেছেন:
সুন্দর সাবলীল ভাষার কবিতার মত ওদের কষ্টগুলো যেন সুখে পরিণত হয় সেই কামনা রইল। কবিতায় রইল ভাল লাগা।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩০
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ দাদাভাই।
৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:২৫
Nazmul Naz Neel বলেছেন: কবিতা ভালো লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৫
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ দাদা,,
৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪১
ধ্রুবক আলো বলেছেন: হৃদয় স্পর্শী কবিতা, খেলনা, রাস্তার পাশে শুয়ে থাকা শিশু!!
কবিতায় +++
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৬
কালসৃষ্টি বলেছেন: আপনাদের ভালোবাসা,,
৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছয় নম্বর লাইনে যাই হবে বোধয়
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৭
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৫
dbishwardi বলেছেন: গোপন অঙ্গের চুল কেটে খাওয়ালো গোপন কেটে খাওয়ালো
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৮
কালসৃষ্টি বলেছেন: আপনার কথা বুঝিনি দাদা
৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন । শুভ কামনা ।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬
কালসৃষ্টি বলেছেন: শুভকামনা রইল,,
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:০২
অণু অণুভা বলেছেন: অভিনন্দন সুন্দর কবিতার জন্য ,ভাললাগা রেখে গেলাম