নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

কালসৃষ্টি

আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।

কালসৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

কবিতা:: "বিধর্মীর প্রেম "

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:০৫



কয়েকটি দিনের স্মৃতি মাত্র,
এগুলো খুব সহজে ভোলা যায়
নবনীতা।

আমি হৃদয়টা কাঁটতে দিয়েছি তোমায়-!

কেঁটে টুকরো করে সাঁজিয়ে দিতে
তোমার ঈশ্বরের সামনে।

আর বলতে,
ও বিধর্মী তাই
ওর হৃদয় আমি গ্রহন করিনি
তাই ঈশ্বর তোমায় দিলাম,
পূজোর নৈবদ্য।

আর চেয়ে নিতে
ঈশ্বরের অনেক আশির্বাদ।

আমি ভালোবেসেছি তোমায়
প্রেমকে রেখেছি ধর্মের উর্দ্ধে।

ভালোবাসি বলে
অনেকে এসেছিল কাছে
কাউকে তো অভিশাপ দিইনি আমি!

কারন আমি জানি,
এরকম শত প্রেমের জন্য
মানুষের মৃত্যু হয়না।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসা শাশ্বত

২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো ভাল বাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.