![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
হ্যালো শ্যামা দি,
হ্যা ভালো আছি।
আজ রাতে!
আকাশে পূর্ণিমা চাঁদ থাকবে কি?
আচ্ছা ঠিক আছে।
মানুষ খেতে ডাকে,বেড়াতে ডাকে,
একসাথে শুতে ও কি ডাকে?
অদ্ভুত শ্যামা দি তুমি!
হয়ে যাক এক প্যাগ শ্যাম্পেইন।
মদ খেলে তোমায় অন্যরকম লাগে,
যেন কল্পকথার কোন কামদেবী অর্ধনগ্ন
আধশোয়া পাশে।
তোমার শরীরের গন্ধে বিভোর হয়
দীপ্ত তেজে ফুলে ওঠে শরীর।
তুমি কি বুঝতে পারোনা শ্যামা দি,
আমি তোমাকে ধর্ষণ করতে পারি
ছিঁড়ে খুবলে একাকার করে দিতে পারি তোমায়,
যেন ক্ষুধার্ত বাঘ গর্জনে গর্জনে ছিঁড়ে খায় শিকার।
মনুষ্যত্ব! বিবেক!
তোমারতো রুপ আছে কামুক গন্ধ আছে
কিন্তু ঐ নয় মাসের শিশুর মধ্যে কি পেয়েছিল
তার চাচার বিবেক?
চারদিকে এতো এতো ধর্ষণ, ধর্ষণের পর হত্যা,
আমার রাষ্ট্রে রক্তের দাগ,
ব্যথায় কুঁকড়ে থাকা কারো করুণ আর্তনাদ।
কোথায় আমার রাষ্টের শাসনকর্তার বিবেক?
ধর্ষণের কোন শাস্তি নেই,
ধর্ষণকারীর জন্য বেশ্যালয় চাই।
হাস্যকর দিদি,
আরেক প্যাগ দাও, মাথাটা প্রচণ্ড বিগড়ে গেছে।
ধর্ষণকারীর জন্য বেশ্যালয়
তাহলে কি হত্যাকারীর জন্য কশাইখানা হবে?
হাসো রাষ্ট্র তুমিও হাসো!
তোমার বুকে রামদা হাতে ঘুরছে হত্যাকারী
মেয়ে বিয়ে না দিলে মাকে মরতে হচ্ছে,
আরো কতো কি।
দুর্নীতির কালো টাকার নতুন নাম
swiss bank,bitcoin,online money.
অসাধারণ!
রাষ্ট্র তুমি আজ ফকির তোমার মন্ত্রী আমলারা ধনী।
আমাদের মুখে টেপ এঁটে দাও
নিষিদ্ধ করে দাও মদ।
ওহঃ শ্যাম্পেইন, সব সত্য তোমার মাঝেই।
অরুণিমা বলেছিলাম এই পৃথিবী তোমার বাসযোগ্য
করে দেবো।
কি দুঃসাহস না দেখিয়েছি!
যৎসামান্য কবি
এতো বড়ো দুঃসাহস তোমার,
রাষ্টের বিরুদ্ধে কথা,
তোমাকে মরতে হবে।
মা বলতো শরৎ এর শুক্রবার ই আমার জন্ম,
হে শরৎ আমি জন্মদিন পালন করিনি।
প্রেমের জন্য ও শরৎকাল বেচেনিয়েছিলাম
অরুণিমা তোমার মনে আছে?
শুক্রবার আর কালশুক্রবারই আমার প্রেম,
শুক্রবার আর কালশুক্রবারই আমার প্রেমিকা,
শুক্রবার আর কালশুক্রবারই আমার মৃত্যু।
তোমার সুদীর্ঘ কালো মেঘে ঢেকে ফেলো
আমায় অরুণিমা,
তোমার সুউচ্চ পাহাড় গড়িয়ে নাভিকমলের
নীলসমুদ্রে আমার মৃত্যু হোক।
১২ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৭
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ দাদাভাই,শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।