![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাশফুলের কোমল শুভ্রতায় হেসে উঠুক আলোকময় প্রথম সকাল সবুজ-খয়েরির ব্যস্ত সন্ধিক্ষণে প্রথম দিনের মতন নিষ্পাপ তোমার প্রথম দর্শন, প্রথম পরশ প্রথম ভালবাসা বিকশিত হোক সার্থক প্রকাশে চির অম্লান পবিত্রতার ছোঁয়ায়।
অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি সকল ভাষা শহীদ-এর চরণে
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ...
এই হৃদয়স্পর্শী গানের করুণ সুরের মূর্ছনায় আজ কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারাদেশের প্রতিটি স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে অমর একুশের শহীদদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাবে সকল বাঙালি। আজ ২১শে ফেব্রুয়ারি। অমর একুশে। মহান শহীদ দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২-র এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে রাজপথ রক্তে রঞ্জিত হয়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য নাম না-জানা শহীদের বুকের রক্তের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। ৫২-র ভাষা আন্দোলনের রক্তঝরা সেই দিনগুলিকে স্মরণ করতেই প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তার এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। একুশ যেমন শোকাবহ তেমনি আবার গৌরবেরও। ভাষা আন্দোলনের চেতনা ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং ন্যায়বিচারের মূল্যবোধ সঞ্জাত।
একুশ আমার অংহকার। একুশ মানে নতুন দিনের প্রেরণা, আগামীর আলোকিত সূর্য। একুশ মানে হারা না-মানা, মাথানত না-করা।
আজকে সামুতে অনেক বেশিকিছু পাওয়ার আশা নিয়ে লগ-ইন করলাম। কিন্তু হতাশ এবং মর্মাহত হলাম। কারণ সামুর নোটিশ বোর্ডে এই মহান দিবসটি সম্পর্কে কোন নোটিশ পোষ্ট নেই। সামুর একজন সদস্য হিসেবে নিজেকে অপমানিত বোধ করছি। জানিনা কেন কর্তৃপক্ষ এমন করলো? একি শুধুই অবহেলা নাকি এর পিছনে অন্যকিছু লুকিয়ে আছে? ....
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২১
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
দুঃখিত
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
সাদা কাগজ বলেছেন: শ্রদ্ধা + অঞ্জলি =শ্রদ্ধাঞ্জলি
এখানে পাবলিক "লী" পায় কই ,এটা বুঝি না
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
ধন্যবাদ। এই আমাদের অবস্থা, সত্যি অবাক লাগে ...
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪
সাদা কাগজ বলেছেন: "শ্রদ্ধাঞ্জলি "
হবে