![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'চারিদিকে সৃজনের অন্ধকার র'য়ে গেছে নারি অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরও ভালো'
ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের বিপ্লব হোসেন বাদল একমাস আগেও পুরুষ ছিল। এখন সে পূর্ণাঙ্গ নারী! খবর শুনে ঘাবড়ে গেলাম। আমার বিশ্বস্ত সোর্স বিপ্লব মেয়ে হয়ে গেছে? অবিশ্বাস নিয়ে দ্রুত তার
বাড়ি ছুটে গেলাম। হাতে চুড়ি, নাকে গয়না আর সালোয়ার কামিজ পরে সুস্পষ্ট লৈঙ্গিক পার্থক্য নিয়ে যে আমার সামনে দাঁড়াল সে সত্যি ছেলে নয়। আমি নাম জিজ্ঞাস করলে ও উত্তর দেয় ‘জান্নাতুল ফেরদৌস’। আমি বল্লাম এটা তো মেয়েদের নাম। তুমিতো ছেলে। ও অনুচ্চ স্বরে বলে, আমি মেয়ে হয়ে গেছি। আমি জিজ্ঞাস করি, মেয়ে কী? ও চুপ করে থাকে। আমি একে একে ওকে অনেক প্রশ্ন করি। বিপ্লব উত্তর না দিয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। আমি নাছোড় বান্দার মতো ওকে জিজ্ঞাস করতে থাকি, ছেলের সাথে মেয়ের পার্থক্য কী? মেয়ে হবার পর ছেলেদের এখন কেমন লাগে? একদেহে উভয় লিঙ্গের অনুভূতি লাভ করার অসীম আনন্দ ও কীভাবে উদযাপন করছে? বিপ্লব কথা বলে না। আমি চমকে ওঠি। মাত্র একমাসে বিপ্লব মাটির সাথে কথা বলতে শিখেছে। ও এখন বিনা কারণে অনুচ্ছ কণ্ঠে কথা বলে। তার শরীরে এখন হরিণের মতো সচকিত আড়ষ্টতা।
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: ইন্টারেস্টিং! কে মেয়ে হয়ে গেল? কিভাবে? একটু বিস্তারিত বলেন মামা।
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
শ্যামল নওশাদ বলেছেন: ওর নাম বিপ্লব। তৌহিদ কাজীর কর্মচারী ছিল।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
শ্যামল নওশাদ বলেছেন: জগতে না বোঝার মতো এমন অনেক ব্যাপার আছে। আপনাকে ধন্যবাদ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
অন্য আলোক বলেছেন: ভাই ব্যাপার টা হাসা নাকি?
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
শ্যামল নওশাদ বলেছেন: ব্যাপারটা জেনুইন।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মাসরুর প্রধান বলেছেন: এই বেপারটা বুঝি না