নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চতলে তলিয়ে যাচ্ছি

গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না

শ্যামল নওশাদ

'চারিদিকে সৃজনের অন্ধকার র'য়ে গেছে নারি অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরও ভালো'

শ্যামল নওশাদ › বিস্তারিত পোস্টঃ

নদী

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬





এই আমাদের ছোট নদী

শাপের মতো ’লুক’

নদীর পাড়ের মানুষেরা

লাজে ঢাকবেন মুখ।



তবু ভালো রেখা আছে

আছে ফোটা পানি

ক’দিন পরে তাও ফুরোবে

বিনা বাক্যে মানি।



পাখি গেছে, মাছ গেছে

গেল প্রিয় নদী

এবার বুঝি প্রাণটা যাবে

খেয়াল না নেই যদি।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

কস্কি বলেছেন: :( :(

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

শ্যামল নওশাদ বলেছেন: খুশি পাইলাম।

২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পাখি গেছে, মাছ গেছে
গেল প্রিয় নদী
এবার বুঝি প্রাণটা যাবে
খেয়াল না নেই যদি। '' কবিতার মধ্যে দিয়ে বাস্তবতাটাকে ফুটিয়ে তুলেছেন

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

শ্যামল নওশাদ বলেছেন: আপনার জন্য অনেক প্রীতি রইল। ভালো থাকবেন।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

shfikul বলেছেন: +++

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

শ্যামল নওশাদ বলেছেন: আপনাকে+++++++

৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

আদম_ বলেছেন: পাখি গেছে, মাছ গেছে
গেল প্রিয় নদী
এবার বুঝি প্রাণটা যাবে
খেয়াল না নেই যদি।

দরকারি পোস্ট।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

শ্যামল নওশাদ বলেছেন: হে প্রথম মানব, আপনাকে অনেক শুভেচ্ছা।

৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

শায়মা বলেছেন: মজার কবিতা।

মজার মাঝে সিরিয়াস!!!:)

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

শ্যামল নওশাদ বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ।

৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: তাতে কার কি আসে যায় ভাই? /:) /:)

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

শ্যামল নওশাদ বলেছেন: আপনার মতো সংবেদনশীল মানুষের অনেক কিছু আসে যায়। অনেক ধন্যবাদ।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

ডি মুন বলেছেন: "এবার বুঝি প্রাণটা যাবে
খেয়াল না নেই যদি। "

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

শ্যামল নওশাদ বলেছেন: প্রীতি নিবেন। ভালো থাকবেন।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: খুব মজা পা্ইলাম.......অনেক নদীই মরে যাচ্ছে...এই মুহুর্তে শান্তি নদী গুম।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

শ্যামল নওশাদ বলেছেন: আমরাও মরে যাচ্ছি।

৯| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

সায়েম মুন বলেছেন:
পাখি গেছে, মাছ গেছে
গেল প্রিয় নদী
এবার বুঝি প্রাণটা যাবে
খেয়াল না নেই যদি।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

শ্যামল নওশাদ বলেছেন: কিছু বলে গেলেন কি?

১০| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: এটা তো মনেহচ্ছে আপনার বাড়ীর সামনের নদীটা

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

শ্যামল নওশাদ বলেছেন: হ্যা। এটা আমাদের বাড়ির সামনের নদী। এর নাম টোক নদী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.