![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'চারিদিকে সৃজনের অন্ধকার র'য়ে গেছে নারি অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরও ভালো'
আমার টাইমলাইনে একজন লিখেছে, শাহবাগের সাথে আছেন তো? সে আমার পরিচিত। প্রগতিশীলও বটে। তাই তার কথায় রাগ করিনি। সত্যি কথা বলতে কি, শাহবাগের সাথে কে নেই! যে চেতনাকে আশ্রয় করে শাহবাগ জেগে ওঠেছে তার সাথে না থাকার উপায় আছে? একাত্তর পরবর্তী প্রজন্ম যাদের উপর দিয়ে একের পর এক দুঃশাসন হেঁটে গেছে, যাদের স্মৃতি বলতে সামরিক জান্তার বুটের শব্দ তাদের কষ্ট কে বুঝবে? গত?বেয়াল্লিশ বছরে আমাদের যৌবন বন্ধক রেখে নষ্ট রাজনীতিবিদরা অনেক নাটক করেছে। তাদের পঁচা কুমড়ার মতো মুখ দেখতে দেখতে আমাদের চোখে পিচুটি পড়ে গেছে। আমরা প্রায় অবশিষ্ট হয়ে গেছিলাম। সেই মুহুর্তে শাহবাগ আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা পবিত্র বোধটাকে জাগিয়ে তুলেছে। আমরা প্রথম বারের মতো নিজের ভাষায় কথা বলতে পারছি। এইতো আমাদের কথা যা গত বেয়াল্লিশ বছর ধরে মুখের ভিতর নিয়ে বামন হয়ে ঘুরছি। শাহবাগের একটি সন্ধ্যা যেন হাজার সন্ধ্যা হয়ে আমাদের প্রাপ্ত বয়স্ক করে দিয়েছে। একটি সন্ধ্যা পেড়িয়ে আমরা অনেক পরিণত হয়েছি। আমরা মুখ ফুটে বলতে পারছি, তুমি কে আমি কে/ বাঙ্গালী----, বলতে পারছি, রাজাকারের স্থান এই দেশে নেই। আমার অস্তিত্বে এই পূনঃ আবিস্কারকে আমি শাহবাগ বলি।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
শ্যামল নওশাদ বলেছেন: শুধু কথা নয়। হাতটা বাড়িয়ে দিন।
২| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: কথা নয়, আমি বাস্তবেই আছি.......
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
শ্যামল নওশাদ বলেছেন: আপনাকে প্রীতি জানাচ্ছি। সঙ্গে থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
সাদা মনের মানুষ বলেছেন: শাহবাগের চেতনার সাথে ছিলাম, আছি, থাকবো সব সময়, কথা দিলাম ।