![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনতো তীব্র স্রোতেভেসে চলা কচুরি পানার ন্যায়ক্ষনিকের দেখা আর পরিচয়,আবার স্রোতেই ভেসে চলে যেতে হয়।তবুওতা কখনো ভোলা যায়না।।
উত্তাল তরঙ্গ,অথৈ সাগর।
মনমাঝি দিশেহারা।
এই বুঝি তরী,ডোবে ডোবে হায়।
হাজার কষ্ট,বন্ধুর পথ,অগুনতি আশা নিরাশার দোলাচল।
এইতো জীবন।
তবু পাড়ি দিতে হয়।
২| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ৮:২২
কামাল। আহমেদ বলেছেন: না দিয়ে উপায় নাই বলেই দিতে হয়। আসলে ভবে যেতে হবে, এর কোন বিক্লপ নাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২২ সকাল ৮:২১
কামাল। আহমেদ বলেছেন: এইতো জীবন, তবু পাড়ি দিতে হয়।