![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেলফি বা ভিডিও আপলোড এর বিপক্ষে নই। কারন এটা না থাকলে হয়তো সিলেটের রাজন হত্যা বা খিলক্ষেত এর নাজিমুদ্দিন হত্যার কিছুই কেউ জানতে পারতো না। তবুও বলবো এই আপলোড নেশা আমাদেরকে কোথায় নিয়া গেছে একটু ভেবে দেখা উচিত। অপরাধ করছি তো করছি, তা আবার রেকর্ড করে সারা দুনিয়া বাসিকে দেখানোর ব্যাবস্থা করছি।
আমার মনে হয় নিজের ক্ষমতা, শক্তি আর অর্জন এগুলা প্রকাশ করর জন্য আমরা তিল কে তাল বানাতে দ্বিধা করছি না মোটেও। এই রেকডিং এর কারনেও হয়তো রাজন বা নাজিমুদ্দিন অন্তত ১ টা ব্যাথা বেশি পেয়েছে। হে আল্লাহ এই ছোটলোকি বন্ধ করে হৃদয় বান বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হইতে তুমি সাহায্য করো।
©somewhere in net ltd.