![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিআইবিএম (BIBM) এ এমবিএ করছেন এমন কেউ কি এই ব্লগে আছেন? যদি কেউ থাকেন তাহলে কিছু বিষয় জানার খুবই দরকার ছিল। বিশয়গুলো হচ্ছেঃ
* বিআইবিএম (BIBM) এ এমবিএ ভর্তি পরীক্ষা কবে?
* পরীক্ষার প্রশ্ন ধরনের হয়?
* কিভাবে প্রস্তুতি নিলে ভর্তি হওয়ার সুযোগ হবে?
* কোন বই বা কোচিং কে বিআইবিএম (BIBM) এ এমবিএ ভর্তির জন্য সাজেস্ট করেন কি না?
* যদি করেন তাহলে কোন বই বা কোচিং ভাল হবে?
অনেক প্রশ্ন করলাম কারন ভর্তি হওয়ার খুব ইচ্ছা। চান্স পাওয়া লাগবেই । উপায় নাই মামু !!!
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
ইউল্যাবিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
htusar বলেছেন: হুম। আপনার লেখা পইরা তো টেন্সনে পইরা গেলাম। মামু- খালুও নাই, ভাল রেজাল্ট ও নাই। অখন কি করি?
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
উদাস যুবক বলেছেন: ব্যাংক এ ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলে আমার মনে হয়না বিআইবিএম এর কোনও বিকল্প আছে। আউটগোইং ১৫ তম ব্যাচ এর ২৪ জন ছাত্র ছাত্রীকে প্রাইম ব্যাংক কাল একটা ভাইভার জন্য ডেকেছিল। ৮ ঘন্টার মাঝেই প্রত্যেকে এমটিও হিসেবে কনফার্মেশন লেটার পেয়ে গেছে!! অথচ ফাইনাল এক্সাম শেষ হল মাত্র ১ সপ্তাহ আগে। রেসাল্ট হতে ইনেক দেরি। জব ফেয়ারের আগেই সবাই সোল্ড আউট। (অন্যান্যরা ব্যাংক এশিয়া আর সাউথ ইস্ট)।
প্রাউড টু বি এ বিআইবিএমিয়ান ।
সাম্রতিক ঢাকা ইউনিভার্সিটির সাথে এফিলিএটেড হবার কারনে এডমিশন কিছুটা বিলম্বিত হচ্ছে। এপ্রিল এর মাঝে সারকুলার হবে।
জিম্যাট সল্ভ করেন ধুমায়া। আইবিএ, ডি ইউ (এমবিএ) আর বিআইবিএম(এমবিএম) এর কোশ্চেন প্যাটার্ন একি রকম। বিআইবিএম এমবিএম কোর্স অফার করে এমবিএ না।
আরও জানতে হলে এই পেজ এ একটা লাইক দিতে পারেন বিআইবিএম ফেসবুক পেইজ