নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

ছেড়া বস্তা

My life my choice, My mistakes my lessons, Not your Business

ছেড়া বস্তা › বিস্তারিত পোস্টঃ

ভালো নেই আশুগঞ্জ সার কারখানা ও তার মানুষজন।

০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০৯

ঘাম নয় শ্রমিকের রক্তে চলে এই সার কারখানা। শ্রমিকদের শ্রমে, ঘামে, রক্তে কারখানাতো দারাতে পারেইনি অন্যদিকে শ্রমিকরাও দাঁড়াতে পারেনি।
যেখানে নিজের দেশের উৎপাদিত সার দিয়েই দেশের সারের ঘাটতি পুরন করে দেশের বাইরে সার রপ্তানি করা সম্ভব, সেখানে নিজের দেশের উৎপাদন বন্ধ রেখে দেশের বাইরে থেকে সার কিনে এনে চলছে রমরমা সাররের বাণিজ্য। এভাবে কারখানা বন্ধ রেখে বাণিজ্যদেবতারা বানিজ্য চালিয়ে গেলে অচিরেই পুরো কারখানা অকেজো হয়ে যাবে।
বহু মানুষের কর্মসংস্থান এই কারখানাকে ঘিরে। শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা প্রায় সবাই দিনে এনে দিনে খাওয়ার মত অবস্থা। মাস গেলে যে বেতন পায় তা সংসার আর ছেলে মেয়ের লিখা পড়ার পেছনেই সব শেষ হয়ে যায়।
তাই এই মধ্যবিত্তরা না পারেন ব্যাবসা করতে না পারে বাণিজ্য করতে। এক রকমের বাধ্য হয়েই চাকুরী করে জীবনটাকে কাটিয়ে দিতে হয় এই মধ্যবিত্তদের। এরা না গরীব না ধনী। এই শ্রেণীর লোকগুলো পৃথিবীতে আসেই সংগ্রাম করে বেঁচে থাকার জন্য !
আমি দেখেছি এই কারখানার মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বপ্ন দেখে না বা স্বপ্ন দেখতে ভয় পায়! কারন স্বপ্ন ভাঙ্গার কষ্ট খুবই মারাত্মক। ইচ্ছা থাকলেই কোন কিছু করা যায়না। সবাইকে সবাইকে প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় চিন্তা ভাবনা করে! আপনি চাইলেও আর দশ জনের মত জীবনটা কাটাতে পারবেন না । কারন ছোটবেলা থেকেই আপনার নিয়তি ঠিক করা থাকে, পড়ালেখা করে আপনার কিছু করতে হবে ! আপনার সংসারের হাল ধরতে হবে ।
এই কারখানার মধ্যবিত্ত একটা বাবা পৃথিবীর সবচেয়ে বড় অসহায়, মধ্যবিত্ত একটা বাঙালি বধু পৃথিবীর সবচেয়ে অসুখী নারী! মধ্যবিত্ত প্রতিটা মানুষ পৃথিবীর সবচেয়ে বেশী নিগৃহীত!
আমি এই মধ্যবিত্ত জীবনটাকে খুব ভালবাসি ।কারণ আপনি সংগ্রাম করতে পারবেন ,সংগ্রামের মধ্যে আসল জীবনটা চিনতে পারবেন। কখনো চরম হতাশ হবেন আবার কখনো অল্পতেই খুশি হবেন ! মধ্যবিত্ত জীবন, আহা! কী শান্তি, আহা! কী পবিত্র।
এখানে প্রতিটি পরিশ্রমের ঘামের ফোটা খুবই পবিত্র। এই জীবনে আছে না পাওয়ার বেদনা, আছে মিষ্টি একটু ভালবাসা ,আছে হাসি কান্না, আর আছে সবগুলো মানুষের একটা স্বপ্ন একটাই চাওয়া, নিশ্চত জীবন !
আর কয়েক মাস এই সার কারখানা এভাবে বন্ধ থাকলে এই নিশ্চিত জীবনের স্বপ্ন দেখাটাও হয়তবা দুঃসাহস হয়ে যাবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:১৮

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: মর্মস্পর্শী লেখা। কতৃপক্ষের নজর দেয়া উচিৎ!

০৫ ই মে, ২০১৮ রাত ১:১১

ছেড়া বস্তা বলেছেন: কারখানা কেনো বন্ধ, কাদের হাত আছে এর উপর সবাই সব কিছু জানে।জায়গামতো হস্তক্ষেপ নেয়ার মতো কেউই নেই।

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু বলার নেই। সরকারগুলো সুষম উন্নয়ন না করলে মধ্যবিত্তরা কই যাবে?

০৫ ই মে, ২০১৮ রাত ১:১৩

ছেড়া বস্তা বলেছেন: যাওয়ার কোন যায়গা নেই তাই তিলে তিলে হবে সব ক্ষয়।

৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:০৪

মাআইপা বলেছেন: ১৯৮৯ সালে বেশ কিছুদিন ছিলাম কলোনীতে। খুব সুন্দর আর জৌলুস দেখেছি। আমার স্মৃতিতে রয়েছে সে দিনগুলো।
বর্তমান অবস্থার কথা জেনে কষ্ট পেলাম।

শুভ কামনা রইল

০৫ ই মে, ২০১৮ রাত ১:১৮

ছেড়া বস্তা বলেছেন: ভাই কলনীর যে কি বেহাল অবস্থা তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি। সময় পেলে কলোনি নিয়ে একদিন লিখব, পরবেন আশা করি।

৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১:২৭

মাআইপা বলেছেন: অবশ্যই লিখবেন।
যদি সম্ভব হয় কিছু ছবি দিয়েন যেমন-মেইন গেট, ডিপার্টমেন্টার স্টোর, ক্লাব ঘর, স্কুল/কলেজ মাঠ, মসজিদ, কিছু কোয়ার্টারের ছবি।
শুভেচ্ছা জানবেন।

০৫ ই মে, ২০১৮ সকাল ১১:২০

ছেড়া বস্তা বলেছেন: আলিঙ্গন রইলো।

৫| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

ছেড়া বস্তা বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.