![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
লাউয়ের মাচায় দোয়েল পাখি কাঠাল গাছে ফিঙে;
খড়ের চালে ঝুলে আছে সবুজ কচি ঝিঙ্গে।
আমের পাতায় চড়ুই লুকোয়, চালতে গাছে টিয়ে;
সোনার গাঁয়ের ছোট্ট মেয়ে হাসনা বানুর বিয়ে।
পেয়ারা গাছে বাদুড় ঝোলে, খাঁচার ভেতর ময়না-
হাসনা বানুর সঙ্গে যাবে পায়রা ধরে বায়না।
চিরল চিরল তেঁতুল গাছে বউ কথা কও পক্ষি-
সবাই বলে, ‘হাসনা বানু বউটা খুবই লক্ষ্মী।
শিয়াল ডাকে হুক্কা হুয়া, কুকুর ডাকে ঘেউ ঘেউ;
নতুন বউয়ের রূপের ছটায় হিংসে করে কেউ কেউ।
তালের গাছে বাবুই পাখি বানায় নিজের ঘরটি;
দেখতে নাকি ‘রাজার ছেলে’ হাসনা বানুর বরটি।
বরের পিঠে লাঙ্গল জোয়াল, হাতে ধরা কাস্ত-
ঝিলের ধারে সারষ পাখি মাছের খোঁজে ব্যস্ত।
নদীর ধারে নৌকা বাঁধা নাইওর এল কন্যা;
গাঁও গেরামের একটি ঘরে বইছে খুশির বন্যা
(copyright Mohammad Kamrul Islam)
২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৮
কামরুল ইসলাম সুখী বলেছেন: জেনে সুখি হলাম
২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
কামরুল ইসলাম সুখী বলেছেন: এমন একটা গ্রাম আমি সব সময় কল্পনায় দেখি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ রাত ১:২৮
খেয়া ঘাট বলেছেন: দারুন।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।