![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
গ্রীষ্ম ব’লেই হল্লা করে কুলফি বরফ খাওয়া;
ভরদুপুরে জলপুকুরে দস্যি ছেলের নাওয়া।
গ্রীষ্ম ব’লেই তপ্ত রোদে ঘামের স্রোতে ভাসা,
বটের ছায়ায় শীতল মায়ায় খেলতে বসা পাশা।
গ্রীষ্ম ব’লেই ছোট্ট খুকীর চড়ুইভাতি খেলা-
নদীর ঘাটে বটের হাটে মন মাতানো মেলা।
গ্রীষ্ম ব’লেই জাম কাঠালের গন্ধে আকুল প্রান-
লালটু লিচুর পিছু পিছু মৌমাছিদের গান।
গ্রীষ্ম ব’লেই আম বাগানে দুষ্টু ছেলের ঢিল-
গ্রীষ্ম ব’লেই আকাশ জুড়ে স্বর্ণ ডানার চিল
(copyright Mohammad Kamrul Islam)
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫
কামরুল ইসলাম সুখী বলেছেন: যে যাই বলুক, গরমে আমার ঘুম হয় ভাল।