| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামরুল ইসলাম সুখী
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
মা গেল কই মা -
এই না ছিল আমায় ছুঁয়ে
হঠাত কোথায় হাওয়া হয়ে
হারিয়ে গেল মা!
মেঘের ভেলায় পাখির মেলায়
পাই না খুঁজে মা’কে;
মা কি দূর পাহাড়ে থাকে?
তা কী করে হয়?
গহীণ বনে আপন মনে
মা যে পাবে ভয়!
তবে কি মা সমুদ্দুরে থাকে?
পাতালপুরীর মুক্তো মানিক
আগলে রাখে বুকে!
তাই বা কেন হবে!
আমায় ছেড়ে একলাটি মা
কেমন করে রবে?
হয় না আমার নাওয়া খাওয়া
যায় না কেন মা’কে পাওয়া;
মা বুঝি ঐ সন্ধ্যা রাতের তারা-
কেমন ক’রে থাকি মা’কে ছাড়া!
copy right Mohammad Kamrul Islam
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
কামরুল ইসলাম সুখী বলেছেন: মা হারিয়ে যাবে, এটা আমি ভাবতেই পারি না।