![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
‘জুতোর ফিতে ঠিক করে দে, চশমা কোথায়- পাচ্ছি না।
আজকে মিনির বার্থ ডে বলে অফিস টপিস যাচ্ছি না।
কোথায় বুড়ি মামনিটা- কোথায় গানের বুলবুলি!’
বাবার কথাই পড়ছে মনে- কই হারাল দিনগুলি!
বর্ষা রাতে বাবার সাথে বৃষ্টি ভেজা শেষ করে
গরম গরম স্যুপ খেয়েছি দু’জন মিলে বেশ করে।
কিন্তু পরে ধরলে জ্বরে- বাবাই দিত মাথায় জল।
চোখ দুটো তার কী আবেগে ভাসত জলে ছলাত ছল।
যখন খুবই কান্না পেত- মনটা হত ফ্যাকাশে,
বলত বাবা-, ‘চল তো মিনি, দেখবি তারা আকাশে।’
এখন বাবা দূর আকাশে তারা হয়েই হাসে-
দিন কিবা রাত অহর্নিশই থাকে আমার পাশে
copyright Mohammad Kamrul Islam
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
কামরুল ইসলাম সুখী বলেছেন: একটা কিশোরী মেয়ে কি হারিয়ে যাওয়া বাবাকে নিয়ে এটাই ভাবে? কী জানি!