![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
বৃষ্টি এলেই নদীর বুকে ইলিশ ধরা নাও;
বৃষ্টি এলেই ভর দুপুরে ডিম খিচুড়ি খাও।
বৃষ্টি এলেই দস্যি ছেলের ভিজতে যাওয়ার ধুম;
বৃষ্টি এলেই টিনের চালে ছন্দ সুখের ঘুম।
বৃষ্টি এলেই ধল পুকুরে ধরতে যাওয়া কৈ;
বৃষ্টি এলেই গপপো শোনা পড়তে মানা বই।
বৃষ্টি এলেই বাগ-বাগিচায় বন্য ফুলের ঘ্রাণ;
বৃষ্টি এলেই মিষ্টি আমের গন্ধে আকুল প্রান।
বৃষ্টি এলেই সমুদ্দুরে উথলে ওঠে ঢেউ;
বৃষ্টি এলেই সিক্ত পথে কেউ হাটে না, কেউ।
বৃষ্টি এলেই জানলা ধরা ছোট্ট খুকীর মুখ;
বৃষ্টি এলেই বুকের মাঝে অন্য রকম সুখ
copyright Mohammad Kamrul Islam
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৩
কামরুল ইসলাম সুখী বলেছেন: বর্ষা আমার প্রিয় ঋতু, এটা চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করে।