![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
কোন ছেলেটা চটপটে,
কার মেয়েটা ফুটফুটে;
কোন ছেলেটার চোখ ট্যারা-
কোন তরুনী মুখচোরা!
বাতিক বাবু চোখ বুজে-
নিত্যদিন এসব খোঁজে।
ধান্দাবাজী কার মনে,
উপরি কামায় কোন জনে;
কার প্রকৃতি ধুরন্ধর-
রোজ রাতে কার উঠছে জ্বর!
বাতিক বড়ই সন্দিহান-
সবকিছুরই জবাব চান।
কিন্তু যে তার এক ছেলে-
বছর তিনেক রয় জেলে;
এক মেয়ে তার নিরুদ্দেশ-
বউটা পাগল- ছিড়ছে কেশ!
সেই দিকে তার দৃষ্টি নাই।
খোঁজ খবরের ব্যস্ততায়
copyright Mohammad Kamrul Islam
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৭
কামরুল ইসলাম সুখী বলেছেন: বাতিক বাবু আমাদের অনেক আছে, কয়টা লাগব?