| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামরুল ইসলাম সুখী
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
সূর্যটা যেই ওঠা
লালচে লাল টকটকা-
রাত কেটে ভোর ফোটে
চারদিকে ফকফকা।
এই ভোরে মন ওড়ে,
দৃষ্টি দিই দূর পথে;
সব ভুলে যাই চলে
নীলগিরি পর্বতে।
ফুল পাখি আজকে কি
এক সুরে গান ধরে-
কোন সুখে এই বুকে
জল প’ড়ে প্রান ভরে।
দূর পথে চাই যেতে-
ফুল পাখির মৌতাতে;
বন মাঝে বীণ বাজে
দেয় বাঁধা কে তাতে?
ঐ কোমল পথ শ্যামল
বুকে চিরে যায় কোথা?
কোন আলো চমকালো
যায় বলে কার কথা!
কী বাহার নীল পাহাড়
রঙ বেরঙ উচ্ছাসে।
মেঘ ওড়ে কোল জুড়ে
পায় খুঁজে পাখনা সে।
copyright Mohammad Kamrul Islam
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/133780/small/?token_id=a8003250f10b088d3d792f98aa001029
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৬
কামরুল ইসলাম সুখী বলেছেন: গত আগস্ট 2012 তে গিয়েছিলাম বান্দরবানে, নীলগিরিতে। লেখাটা তখন মাথায় আসে নাই। এটা আসতে দশ মাস সময় লাগল। শুনছি গন্ডারকে কাতুকুতু দিলে নাকি তিন দিন পরে হাসে।