![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
‘ভাল্লাগে না দিন কী রাতে,
দুষ্ট লোকের ধামকি খেতে!’
ভুতের রাজা বলল, ‘ওরে,
জ্যান্ত মানুষ আন তো ধরে-
নাদুস নুদুস দেখতে।’
এই না শুনে মন্ত্রী মশায়
বলল, ‘কোথায় অন্তু সেপাই ?
রাখ ফেলে তোর মুগুর ভাজা-
চাচ্ছে আজই ভুতের রাজা
মানুষ ভাজা চাখতে।’
অন্তু সেপাই চলল ছুটে
রাজার আদেশ রাখতে।
ভর দুপুরে তিনটি ছেলে
মাঠ পেরিয়ে খেলতে এলে,
অন্তু সেপাই চুপটি করে
ঝোঁপের ফাঁকে ঘাপটি মেরে-
শক্ত করে মনটা।
দুর্বা ঘাসে লেপটে বসে,
অন্তু খানিক অংক কষে-
কোনটি ছেড়ে কোনটি ধরে?
এমন সময় ঘটাং করে
উঠল বেজে ঘন্টা।
ঠিক তখনই চুপসে গেল
অন্তু সেপাইর প্রানটা।
ঐ দিকেতে ভুতের রাজা
ভাবছে খাবে মানুষ ভাজা
সেই খুশিতে গোঁফের ডগায়
এক কেজি তেল ডাঁটসে মাখায়
রাজ্য শাসন ভুলে।
তিনটি ছেলে পালিয়ে গেলে
অন্তু ভাসে চোখের জলে-
এখন তবে উপায় কি তার?
রাগের বশে ধর্মাবতার
তুলবে তাকে শুলে।
কিংবা দেবে গলায় দড়ি
ফাঁসীর মঞ্চে তুলে।
ক্ষিধের চোটে রাজার ঠোঁটে
কঠিন কথা উঠল ফুটে
মন্ত্রী তো নয়, আহাম্মক
মনে ছিল কত্ত শখ-
আস্ত মানুষ খাওয়ার।
লজ্জা পেয়ে মন্ত্রী কয়,
‘শুনতে রাজার আজ্ঞা হয়-
মানুষ কী আর গাছে ধরে?’
বুঝল সবাই খানিক পরে
ভুতের রাজার পাওয়ার।
হুকুম হ’’ল মন্ত্রী ব্যাটার
নির্বাসনে যাওয়ার।
অন্তু ছিল বনের পাশে,
কে যেন কে এলে কাছে-
কল্লা ধরে ঝোলায় ভরে,
ভুত নগরে আসলো ফিরে।
আজব ব্যাপার সে কী!
রাজ্য জুড়ে পড়ল সাড়া
আনন্দে সব পাগল পারা;
নাচছে তা ধিন ভুতের রাজা-
চাখবে তাজা মানুষ ভাজা।
কিন্তু এ কী! এ কী!!
ঝোলার মাঝে কাঁদছে বসে
মন্ত্রী মশায় দেখি!
copyright@mohammad kamrul islam
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ রাত ৯:১৯
কামরুল ইসলাম সুখী বলেছেন: