![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
আঁকতে পারে ঘাসের পরে
শিশির কনা টলমলে,
মেঘের ফাঁকে বিজলি আঁকে
অংকগুলোই গোলমেলে।
গুবরে মাথা ব্যাঙের ছাতা
সবাই করে টিটকারি,
সেই না রাগে রাত্রি জেগে
খাচ্ছে অনু ফিটকিরি।
নন্দ বাবু ফটকে লেবু
অংকে পেল একশত।
শ' তে অনু শূন্য পেল
নাই হল তাদের মত।
স্কুলের গুরু কুঁচকে ভুরু
কান মলে ওর রাগ ঝাড়ে।
কী অবিচার! হাউজ টিচার
রোজ দু’গালে চড় মারে।
কেউ বলে, ‘তুই ইচড়ে পাকা।’
কেউ বলে, ‘তুই রাম গাধা।’
জানত কে রে টেক্কা মেরে
অনুই হবে নামজাদা।
copyright@mohammad kamrul islam
©somewhere in net ltd.