নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

বাঘ মামা

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

রয়েল মামা চশমা পরে

রাজার মত চলে।

রবিন সিংয়ের গপ্পো পড়ে

চোখ পাকিয়ে বলে-



‘বাঘ শিকারের গল্প কী হয়

অভিজ্ঞতা ছাড়া ?

আকাশ কুসুম কিস্সা লেখে

রবিন হতচ্ছাড়া।



হোৎকা পেটুক লোকটা ছিল

ট্রেনের টিকেট চেকার।

কোন্ পাগলে বুদ্ধি দিল

পত্রিকাতে লেখার।



পায় না কোন লেখার ইস্যূ

কাঁদে আপন মনে-

মনের ব্যাথায় গেল রবিন

সুদূর সুন্দরবনে।



বনের ভেতর বানর হরিণ

সাপ আর কুমির দেখে-

মনের সুখে রবিন হাবা

হিজিবিজি লেখে।



যেই না হল সেই লেখাটি

পত্রিকাতে ছাপা,

টিকেট চেকার নামটি পড়ে

খ্যাতির কাছে চাপা।



সেই থেকে সে মস্ত বড়

লেখক রবিন সিং!

গুতো দিতাম যদি আমার

থাকত মাথায় শিং।



নাম কামিয়ে লেখক ভায়া

করতে এল শিকার-

অস্ত্র হাতে মাচার উপর

রইল বসে বেকার।





ধ্যাততেরিকা বলে রবিন

যেই না এল নীচে-

পেছন ফিরে তাকিয়ে দেখে

দাড়িয়ে আমি পিছে।



আমার চোখে চশমা দেখে

ট্রিগারটা না টিপে-

ভিমরি খেতে লাগল রবিন

ভীষন কেঁপে কেঁপে।



কর না গুলি !’ রবিন বলে,

‘ছিঃ কী বল তুমি!

খেলনা দিয়ে ভয় দেখিয়ে

জোক করেছি আমি।’



‘রেগে গিয়ে মাথার উপর

দিলাম জোরে চাটি-

কেঁদেকেটে রবিন ভায়া

ধরল আমার পাঁ’টি।



লিখেছে সে বাঘ মেরেছে

গোটা দু’তিন হালি;

সুযোগ পেলে মেখে দেব

ওর মুখে চুনকালি।

copyright@mohammad kamrul islam

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.