![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
ব্যাঙের রানী চম্পা মনি
ধরল ভীষন বায়না-
‘এক্ষুনি চাই কাতান শাড়ি
গিনি সোনার গয়না।’
ব্যাঙ হেসে কয়, ‘ওরে আমার
সোনা চম্পা মনি,
বর্ষাটা বেশ জাঁকিয়ে উঠুক
উথলে পড়–ক পানি,
তখন না হয় আনব কিনে
শাড়ি, সোনার গয়না;
আর কটা দিন সবুর কর
ওরে আমার ময়না।’
ভীষণ রাগে রানী হাকে,
‘ওরে কৃপন প্রাণী-
ভান না করে বলতে পারিস
খরচা হবে মানি।’
কিপ্টেমিতে ধরা পড়ে
ব্যাঙ ব্যাচারা হাসে-
রাগের চোটে চম্পা মনি
ঘ্যাঙর ঘ্যাঙর কাশে।
copyright@mohammad kamrul islam
©somewhere in net ltd.