![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
যাসনে কোথাও ছোট্ট খোকা
চুপটি বসে থাক-
কষ্ট কী যে খোকার মনে
সামলে রাখে রাগ।
পাড়ার যত পুঁচকে ছানা
দিচ্ছে গাছে ঢিল;
জান্লা দিয়ে যাচ্ছে দেখা
উথলে ওঠা বিল।
বিল হাওড়ে ডিঙ্গি বেয়ে
চলছে জেলের দল-
বিকেল বেলা গ্রীষ্মমেলা
লোকের কোলাহল।
বন্ধুরা সব চুপটি করে
ডাকছে ইশারায়,
চার দেয়ালের বদ্ধ ঘরে
মনটা রাখা দায়।
ভর দুপুরে খেলতে মানা
দেখতে মানা বিল-
পড়শি কারো বরই গাছে
ছুড়তে মানা ঢিল।
মেলায় যখন দস্যি ছেলের
পটকাবাজির ধুম;
ভাগ্যে খোকার থাকছে লেখা
দিন দুপুরের ঘুম ।
ইচ্ছেগুলো মনের মাঝে
উঠল জেগে যেই-
এক নিমেষে টুটল যেন
লক্ষ বাঁধার খেই।
বন্ধুরা সব বলল ডেকে
বকবে যে তোর মা
একটু হেসে ছোট্ট খোকা
দেয় বাড়িয়ে পাঁ।
copyright@mohammad kamrul islam
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৫০
কামরুল ইসলাম সুখী বলেছেন: কেউ কখনও ছেলে বেলাকে ভোলে না। ওটাই মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা।