নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

টোকাই

২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৫

সাত বছরের চান্দু মিয়া ঢাকায় থাকে ঢাকায়-

এই শহরের মানুষগুলো নাম দিয়েছে- ‘টোকাই!’

এই শহরে জন্ম নেয়া এই শহরে বাস;

ক্ষিধের জ্বালায় পার্কে বসে খায় চিবিয়ে ঘাস।



কেউ বলে না, ‘এই নে সোনা প্রান জুড়িয়ে খা;’

চাইলে খাবার বলছে, ‘যা ভাগ- আস্তাকুড়ে যা।’

বানের বছর মা মরেছে নেই কো বাবার খোঁজ;

আস্তাকুড়েই কাকের সাথে খাচ্ছে বসে রোজ।



রাত্রি হ'লে ঘুমোয় পথে, পথই যে তার ঘর;

মানুষ থাকে অট্টালিকায় সে মানুষের পর।

বৃষ্টি হলে মধ্যরাতে ভিজেই সারা হয়;

তুচ্ছ টোকাই দুঃখ-কথা কার কাছে বা কয়!



শীতের রাতে কষ্ট- আহা প্রানটা রাখা দায়!

কেউ বলে না -‘এই নে কাঁথা’, হায় রে মানুষ, হায়!

কত্ত রকম ধান্দা কওে ভোর হতে সেই রাত।

তাও জোটে না চাঁদ কপালে মুষ্টি ভরা ভাত।



লুঙ্গি পরা চান্দু টোকাই এই তো আছে বেশ!

গুনছে প্রহর কখন হবে এই জীবনের শেষ।

copyright@mohammad kamrul islam

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:২৭

কামরুল ইসলাম সুখী বলেছেন: এটা যখনই পড়ি, আমি বিষাদ আক্রান্ত হই।

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬

অরুদ্ধ সকাল বলেছেন: কামরুল ইসলাম সুখী বলেছেন: এটা যখনই পড়ি, আমি বিষাদ আক্রান্ত হই।
কিন্ত কেন?ু

৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

কামরুল ইসলাম সুখী বলেছেন: |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.