নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

মামা

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৪

গুনে গুনে ভাত খান মেপে খান পানি-

বাজি রেখে বলো দেখি, কোন সেই প্রানী ?

আরে না না পারবে না-কে পেরেছে কবে!

চুল টুল উঠে শেষে- টাক বাবু হবে।



গাদাগাদা টাকা তিনি ইনকাম ক'রে;

আন্ডার গ্রাউন্ডের সিন্দুকে ভরে।

হাত পেতে কভূ যদি কিছু টাকা চাই-

কদাচিৎ খুশি মনে দেন পাঁচ পাই।



মার্কেটে যান রোজ- চোখ ক'রে লাল;

কিনে নেন পঁচা পুটি, পোকা খাওয়া ডাল্

একটাই পাতলুন, জামা দুই তিন;

নড়বড়ে চশমায়- আঁটা আলপিন।



যদি বলি ফতুয়ায়- কতগুলো তালি ?

উজবুক- ব’লে তিনি কষে দেন গালি।

অদ্ভূত এ লোকটাকে তবু করি ক্ষমা;

কোন মুখে বলি তিনি মা’র ভাই (মামা)।



কপিরাইট৥ মোহাম্মদ কামরুল ইসলাম



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:০৭

কামরুল ইসলাম সুখী বলেছেন: এমন অদ্ভুতুড়ে কোন মামা জগতে নেই বোধহয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.