![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
বৈশাখী ঝড় বৈশাখী-
কেমন ক'রে হ’ই সুখী!
তোর অকারণ উৎপাতে,
কেউ কি থাকে দুধভাতে-
ব্যাঙ্গা মিয়ার রাঙ্গা গাই
বজ্রাঘাতে মরল হায়।
বীরেন মাঝির ঘরের চাল
এক নিমেষে টালমাটাল;
সপ্তডিঙ্গা নায়ের পাল
ডুবল গিয়ে পূবের খাল।
বৈশাখী ঝড় বৈশাখী-
কেমন ক'রে হ’ই সুখী!
তোর বেহায়া তান্ডবে
জোট বেঁধেছে পান্ডবে;
গ্রাম হ'য়েছে শ্মশান ঘাট ;
কোথায় গেছে বটের হাট !
উজাড় হ’ল ধানের শীষ-
থমকে গেল ঘুঘুর শিস;
প’ড়ল ঝ'রে আম মুকুল-
বিলীণ হ’ল নদীর কুল।
বৈশাখী ঝড় বৈশাখী -
কেমন ক'রে হ’ই সুখী।
কপিরাইট- মোহাম্মদ কামরুল ইসলাম
©somewhere in net ltd.