![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
নেকড়ে বাঘের শব্দ হেঁকে
যখন চলি পথে-
কেউবা দারুন তোয়াজ করে
কেউবা ভীষন চটে।
কেউবা নাকে রুমাল চেপে,
আটকে ফ্যালে ধুলো;
কেউবা আবার ব্যস্ত হয়ে-
দুই কানে দ্যায় তুলো।
কেউবা গলায় শব্দ তুলে-
জোরসে ঝাড়ে কাশি;
ভন্ড লোকের কান্ডে আমি
দাঁত কেলিয়ে হাসি।
কেউবা ভয়ে দৌড়ে পালায়,
কেউবা ঢোকে ঘরে-
কেউবা আমার আদর খেয়ে,
পিষ্ট হয়ে মরে!
কেউবা ঘৃনায়- দৈত্য বলে;
কেউবা বলে দানব।
কেউ বোঝে না দামটা আমার;
মুর্খ সকল মানব।
কেউবা ডাকে খাদক ব’লে
তেমন কী আর খাই !
চলতি পথে হজম করি
দু’চারটা যা পাই।
নই তো কোন গুপ্ত মানিক-
নই কো যাদুর চেরাগ;
দুষ্টূ লোকে ভেংচি কেটে-
কয় আমারে ‘টেরাক’ !
copyright@ mohammad kamrul islam
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৪০
কামরুল ইসলাম সুখী বলেছেন: টেরাক এই রসিকতা সবসময় আমাদের সাথে করছে। কারো কোনো বিকার নাই।