![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
লিকলিকে পায়ে হাটে আমাদের বদু ;
সবকিছু খায় বদু- খায় না তো কদু।
হামবড়া ভাব নিয়ে করে চলাফেরা-
যদিও সে কানে খাট, এক চোখ ট্যারা !
আমাদের বদু মিয়া ক'রে টাকা চুরি,
হীরাঝিল হোটেলেতে খায় কিমা পুরি;
চটপটি খায় বদু- চটপট ক'রে।
ডায়রিয়া কলেরাতে ভোগে মাস ধ'রে।
মিশকালো দেহ তার করে চিকমিক,
তাই দেখে দাঁড় কাক হাসে খিকখিক;
রেগেমেগে বদু মিয়া ঢিল মারে কাক এ-
সেই ঢিল গিয়ে পড়ে মৌমাছি চাকে !
মৌমাছি দল বেঁধে যায় দ্রুত ছুটে,
বদুটার গায়ে তারা দ্যায় হুল ফুটে;
ওরে বাবা মাগো ব'লে কেঁদে ওঠে বদু ,
রোগী বদু খায় শুধু পাউরুটি মধু !
copyright@mohammad kamrul islam
২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৪
অরুদ্ধ সকাল বলেছেন:
সুন্দর সব রচনা আপনার সব গুলো পড়া হলোনা। তবে অবাক হলাম ৬দিনে ৩৩টা লেখা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ
৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
কামরুল ইসলাম সুখী বলেছেন: অরুদ্ধ সকাল ভাইকে ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। লেখাগুলো সময় নিয়েই তৈরী করা। আপলোড দেয়া হয়েছে কম সময়ে। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩১
কামরুল ইসলাম সুখী বলেছেন: আমার প্রথম জীবনের ছড়া বলে এটা আমার কাছে অনেক দামী।