নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

মশা

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

‘হাই ফ্রেন্ড !’ ডাক শুনে দেখি দোস্ত মশা।

বাঁ হাতের আঙ্গুলে এঙ্গেলে বসা।

‘ধুর ব্যাটা উল্লুক ছিলি কই বল ?’

মশা কয়- ‘কাহিনীটা ভেরি ভেরি টল।’



তোর ভাবী ভাল নেই, সিরিয়াস সিক;

ডাক্তার বলে ওর পেটে গ্যাষ্ট্রিক।

সিক বেডে শুয়ে আছে অবস্থা ব্যাড!

বউ মরে গেলে দোস্ত হয়ে যাব ম্যাড।’



কাহিনীটা শুনে জিভে চুক চুক করি;

মিনমিন করে কই- ‘এক্সট্রিম সরি।’



মশা কয়- ‘পড়ে গ্যাছি মুস্কিলে ভাই;

বল দেখি তিন ফোঁটা ব্লাড কোথা পাই ?

মানুষের তিন ফোঁটা ব্লাড খেলে পরে

বউটার গ্যাষ্ট্রিক যাবে নাকি সেরে!’



‘ধুব্ ব্যাটা, এটা কোন কথা হ'ল দোস্ত ?

ফর য়্যু দিতে পারি শরীরের গোস্ত-

কান থেকে চুষে নে না তিন ফোঁটা ব্লাড!’

ব্লাড নিয়ে মশা দেখি ভেরি মাচ গ্লাড।



পরদিন থেকে আমি ম্যালেরিয়া জ্বরে-

সিক ব্যাডে শুয়ে কাঁপি ঠকঠক করে।



copyright@mohammad kamrul islam

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.