নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

আমার চক্ষু নাই রে

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:০৯

আমার চক্ষু নাই রে ওরে আমার চক্ষু নাই

নয়নমনি নাই রে আমি কেমন কইরা চাই



ভরা গাঙ্গে সাম্পান বাইয়া আউশ ধানের ফিরনী খাইয়া

মনি আমার ঘুমাইত এই বুকে

বিলাশ ও ব্যসন ছাইড়া স্বর্গ সুধায় অন্তর ভইরা

দিন কাটাইত বেহেশতের সুখে



অভাগিনীর সুখের লগন ভাইঙ্গা দিয়া বন্ধু এখন

মরিচীকার পিছন কেন ধায়

ওরে আমার চক্ষু নাই

নয়নমনি নাইরে আমি কেমন কইরা চাই



অ¤− মধুর কতা কইয়া কলিজাখান হাতে লইয়া

বন্ধু আমার মারত জোরে টান

এই অভাগিনীর বরন কালো বন্ধু কইত চান্দের আলো

সুখের ঢেউয়ে দুলত এ পরাণ



কারবালার সীমার হইয়া এই গলাতে খুর বসাইয়া

বন্ধু আমায় কেমনে ছাইড়া যায়

ওরে আমার চক্ষু নাই

নয়নমনি নাইরে আমি কেমন কইরা চাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.