![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
কী সুখে মা আছো তুমি কবরেতে শুয়ে
এই অভাগার নয়ন ভাসে দুখের নদী হয়ে
কত না সাধনা করে অধমেরে বুকে ধরে
কাটাইছো দিন পাগলিনী হয়ে
অমৃত দুগ্ধ খাওয়াইয়া পুষ্ট করছো যাদুর কায়া
অনাহারের কষ্ট বুকে সয়ে
মাতৃদুগ্ধের ঋণশোধ হয় না অভাগার তো মন মানে না
তোমার আশায় থাকি পন্থ চেয়ে
কী সুখে মা আছো তুমি কবরেতে শুয়ে
তোমার যাদুর চোখে কাজল দিয়া হিয়ার ভিতর লুকাইয়া
রূপকথার ঐ গপ্পের বাসকো খোল
দুঃখ ভোলাও কষ্ট ভোলাও এই অভাগা তোমারই ছাও
দোহাই মাগো চক্ষু দুইখান মেলো
মাগো তোমার বদনখানি তোমার মুখের মধুর বানী
কোথায় পাব, কোন জগতে গিয়ে
কী সুখে মা আছো তুমি কবরেতে শুয়ে
অধমের এই মাথার পরে আদর করে সোহাগ ভরে
রাখো তোমার সোনার হাতখানি
তোমার মনার বুকের মাঝে আগুন জ্বলে সকাল সাঁঝে
জানে মাগো ঐ অন্তর্যামী
অভাগার এই মুখখানি ভুলিও না মা জননী
একদিন যাব তোমার সাথী হয়ে
কী সুখে মা আছো তুমি কবরেতে শুয়ে
©somewhere in net ltd.